X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

সাব্বির নাসিরের গান, নির্মাণে মাসুদ হাসান উজ্জ্বল

বিনোদন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ২০:৩৪আপডেট : ২০ জুলাই ২০২১, ১২:৩২

নির্মাণে প্রশংসিত মাসুদ হাসান উজ্জ্বল। ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্র’-খ্যাত এই পরিচালকের নির্দেশনায় এবার এলো মিউজিক ভিডিও। 

এটা গায়ক সাব্বির নাসিরের নতুন গান ‘আধা’। ওমর ফারুক বিশালের কথা ও সুরে, সাজিদ সরকারের সংগীতে এই ‘আধা’র সৃষ্টি।

সাব্বির নাসির গানটি নিয়ে বলেন, ‘এই মিউজিক্যাল ফিল্মটি বিশেষ তাৎপর্য বহন করে। বন্ধু উজ্জ্বলের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কের জন্য আমার জীবনে এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। মূলত ওমর ফারুক বিশাল গানটি লিখেছেন ও সুর করেছেন। এর আগেও তিনি আমার সঙ্গে গান করেছেন। তার লেখা পর পর দুটি গান শ্রোতাপ্রিয় হয়েছে। গান দুটি হচ্ছে ‘আমারে দিয়া দিলাম’ আর ‘তুমি দমে দম’। বিশালের সঙ্গে আড্ডা দিতে দিতে আসলেই ‘আধা’ গানটির সৃষ্টি।’’

এটি উজ্জ্বলের প্রথম মিউজিক ভিডিও। নির্মাতা ‘আধা’ গানটি সম্পর্কে বলেন, ‘একজন ফিল্মমেকার হিসেবে আমি চেষ্টা করেছি গানটির যে কথা, গায়কি ও সুর, সেটার ভিজুয়ালি অনুবাদ করার। সেই চেষ্টাটা ভিডিওতে করেছি। আর একটা কাজ করতে গেলে তো পরিশ্রম করতেই হয়। এটা আমার টিমের পরিশ্রম।’

গানটি সাব্বির নাসিরের অফিসিয়াল ইউটিউবে অবমুক্ত হয়েছে।


লিংক:

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা