X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাড়ে চার বছর পর ম্যাচ খেলছেন সোহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ১৩:৪১আপডেট : ২০ জুলাই ২০২১, ১৩:৪৪

সময়ের হিসেবে কেটে গেছে পাক্কা সাড়ে চারটি বছর। বাংলাদেশ দল এই সময়টাতে বহু ওয়ানডে খেললেও ম্যাচ খেলার সুযোগ হয়নি উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। অথচ উইকেটকিপার হিসেবে বাংলাদেশের অন্যতম সেরা হিসেবেই ধরা হয় তাকে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জায়গা পেয়েছেন একাদশে।

ম্যাচের আগের দিন থেকেই বোঝা যাচ্ছিল, শেষ ওয়ানডেতে সুযোগ মিলতে পারে এই উইকেট কিপার ব্যাটসম্যানের। মিরাজের হাতে খানিকটা ব্যথা থাকায় তাকে বিশ্রাম দিয়েই সোহানকে সুযোগ দেওয়া হয়েছে। তাতে করে অবশ্য একটি স্পিনিং অপশন কমে গেছে বাংলাদেশের। কিন্তু মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন মিলে সেটি পূরণ করতে পারবেন।

২০১৬ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন সোহান। ওই সফরেই তার অভিষেক হয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডেতে ৬৮ রান করেছিলেন। এর পর অনেকদিন ডাক না পেলেও সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সে কপাল খুলে যায় তার।সর্বশেষ ঢাকা লিগে পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য। শেখ জামালকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রতিটা ম্যাচে। তাইতো জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই সুযোগ পেয়েছেন।

সোহান সর্বশেষ গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন। যদিও কোন ম্যাচ খেলার সুযোগ পাননি। অবশেষে দীর্ঘ সাড়ে চার বছর পর ম্যাচ খেলার সুযোগ এলো তার সামনে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সোহানকে নিয়ে তামিম বলেছিলেন, ‘সোহান অত্যন্ত ভালো করেছে। এমন নয় একটা টুর্নামেন্টে, গত ৪-৫ টুর্নামেন্টেই সে ভালো করছে। এজন্যই তাকে দলে রাখা হয়েছে। সে একাদশে জায়গা পাওয়ার অন্যতম একজন দাবিদার। তাকে নিয়ে আমার আত্মবিশ্বাস আছে। আমি নিশ্চিত সুযোগ পেলে ও ভালো করবে। যে কোনও অধিনায়কই তাকে দলে রাখলে খুশি হবে। সোহান দলে পজিটিভ ভাইব নিয়ে এসেছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা