X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘জেলে আব্বার সঙ্গে এক ঘণ্টা দেখা করতে পারতাম, ওইটুকুই ছিল ঈদের আনন্দ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ১৫:৫১আপডেট : ২০ জুলাই ২০২১, ১৯:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদে আমরা জেলে গিয়ে আব্বার সঙ্গে এক ঘণ্টা দেখা করতে পারতাম। ওইটুকুই ছিল ঈদের আনন্দ। আমাদের আসলে জীবনের অধিকাংশ সময়ই তো আব্বা জেলখানায়, ১৬টি ঈদ জেলখানায় কাটিয়েছেন আব্বা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাভাবিক জীবন থেকে হারিয়ে যাওয়া দিনগুলো নিয়ে একটি প্রামাণ্যচিত্রের ঈদের স্মৃতিচারণায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ওই প্রামাণ্যচিত্রে কথা বলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাও। এটি ঈদের দিন বিভিন্ন টেলিভিশনে প্রচার হবে।

ঈদের স্মৃতিচারণ অনুষ্ঠানের নির্মাতা প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম। 

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারের ত্যাগের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 

ভিডিও বার্তায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, আব্বা যখন বাইরে থাকতেন, তখন আমার মনে হয় মণকে মণ সেমাই রান্না করেও কুলাতে পারতেন না। 

শেখ রেহানা বলেন, ছোটবেলায় দেখতাম আব্বা প্রায়ই থাকতেন জেলখানায়। আমাদের কাছে ঈদ ছিল তখন, যখন আব্বা জেলখানার বাইরে থাকতেন। মুক্ত থাকতেন। আব্বাও জেলখানার বাইরে, ঈদে এলো- এমন হলে তো কথাই নেই। আমাদের হতো ডাবল ঈদ। 

বাংলা ও বাঙালির আবেগ-আকাঙ্ক্ষা ও মুক্তি-সংগ্রামকে এক সুতোয় গাঁথতে জীবনের প্রায় ১৪ বছর জেল জীবন কাটানো শেখ মুজিবের ১৬টি ঈদ কেটেছে কারাগারে। ওই সময় কেমন কাটতো সন্তানদের ঈদ।

মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও বঙ্গবন্ধুর জেল জীবন নিয়ে ৩ হাজার ৫৩ দিনের অবলম্বনে তৈরি করা প্রামাণ্যচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে বঙ্গবন্ধুকে তুলে ধরার প্রয়াসে নির্মাণ করা হয়েছে এটি।

 

/পিএইচসি/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!