X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

সেঞ্চুরি দিয়েই রানে ফিরলেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ১৯:৫০আপডেট : ২০ জুলাই ২০২১, ২০:০৫

জিম্বাবুয়ে সফরে একেবারেই হাসছিল না তামিম ইকবালের ব্যাট। প্রথম ম্যাচে ‘ডাক’ মারার পর দ্বিতীয় ওয়ানডেতে আউট ২০ রানে। সমালোচনা শুরু হতে কি আর দেরি হয়! বাংলাদেশের ওয়ানডেতে অধিনায়ক সব সমালোচনার জবাব দিলেন সেঞ্চুরি দিয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে শতক পূরণ করেছেন তামিম। দারুণ ব্যাটিংয়ে, বিশেষ করে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন বাঁহাতি ওপেনার। ৮৭ বলে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি, যাতে ছিল ৭ বাউন্ডারি ও ৩ ছক্কার মার।

তামিমের ব্যাটে লক্ষ্যের পথে ঠিকভাবেই এগিয়ে চলেছে বাংলাদেশ। ইতিমধ্যে স্কোর ছাড়িয়েছে ২০০। ৩৪ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ২০৪ রান। আগে ব্যাট করা জিম্বাবুয়ে করেছে ২৯৮ রান।

আজ সাকিব পারলেন না

বীরোচিত এক ইনিংস খেলে দ্বিতীয় ওয়ানডে জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে চেনারূপে ফেরায় নিজে যেমন তৃপ্তির ঢেঁকুর তুলেছিলেন, তেমনি বাংলাদেশ দলে ফিরেছিল স্বস্তি। যদিও শেষ ওয়ানডেতে ছন্দ ধরে রাখতে পারলেন না সাকিব আল হাসান।

ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি এই অলরাউন্ডার। ৪২ বলে ৩০ রান করে আউট হয়ে গেছেন সাকিব। আগের ম্যাচে হার না মানা ৯৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন, তবে আজ (মঙ্গলবার) আর পারলেন না তিনি। ১ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয়েছে লুক জংউইয়ের বলে।

এই পেসারের বল ‍এতটা নিচু হয়ে যাবে, বুঝতে পারেননি সাকিব। বল তার ব্যাটের নিচের দিকে লেগে জমা ‍পড়ে উইকেটকিপার রেগিস চাকাভার গ্লাভসে।

সাকিবের বিদায়ে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। ২৭ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ১৫৮ রান।

লিটনের বিদায়ে জুটি ভাঙলো

দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন আগের ম্যাচে। প্রয়োজনের সময় ধরেছিলেন দলের হাল। আজ (মঙ্গলবার) তৃতীয় ও শেষ ওয়ানডেতেও তার ব্যাটে ছিল ভালো ইনিংসের ইঙ্গিত। তবে ছন্দ ধরে রাখতে পারলেন না লিটন দাস। সুইপ শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন তিনি।

এই উইকেটকিপার ব্যাটসম্যানের বিদায়ে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। তার আগে ওপেনিং জুটিতে যোগ হয় ৮৮ রান। ওয়েসলি মাধেভেরের বলে সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে মারুমানির হাতে ধরা পড়েন লিটন। ফেরার আগে ৩৭ বলে ৩ বাউন্ডারিতে খেলে যান ৩২ রানের ইনিংস।

লিটনের আউটের পর ১৬ ওভারে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৯৭।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল