X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আজও মানুষ ঢাকা ছাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২১, ১৪:১৫আপডেট : ২২ জুলাই ২০২১, ১৪:১৫

ঈদের দ্বিতীয় দিনও ব্যস্ত গাবতলী বাস টার্মিনাল। অনেকেই ঢাকা ছাড়ছেন আজ বৃহস্পতিবার (২২ জুলাই)। পরিবহন সংস্থাগুলো বলছে, কোনও গাড়িই নাকি খালি যাচ্ছে না। এদিকে টার্মিনালে নেই স্বাস্থ্যবিধির বালাই। নজরদারিও নেই। মাস্ক পরছেন হাতেগোনা কয়েকজন। পরিবহন কর্মীদের বড় অংশই মাস্ক ছাড়া ঘোরাফিরা করছেন।

যশোর যাবেন মাজেদা বেগম। সঙ্গে ৯ বছরের ছেলে নয়ন। ঈদের আগে বাড়ি যাওয়ার পরিকল্পনা থাকলেও টিকিট পাননি সময়মতো। তাই রওনা দিলেন আজ। মাজেদা বেগম বললেন, ‘মেয়ের বাসায় বেড়াতে এসেছিলাম। লকডাউনে আটকা পড়ি। টিকিট না পাওয়ায় ঈদের আগে যেতে পারিনি, আজ যাচ্ছি।’

এদিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে। চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে নেওয়া হবে শাস্তির আওতায়।

অনেকে লম্বা সময়ের লকডাউনের কারণেই ঢাকা ছাড়ছেন আজ। কর্মহীন অবস্থায় ঢাকায় থাকতে আগ্রহী নন তারা। মেসে থাকতেন আলী রেজা। সিট ছেড়ে জিনিসপত্র নিয়ে এসেছেন গাবতলী, যাবেন বগুড়া। আলী রেজা বলেন, ‘একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম। লেখাপড়াও করতাম। কোম্পানি বলছে অফিস না খুললে বেতন দেবে না। অহেতুক ঢাকায় বাসাভাড়া দেবো কেন? তাই বাড়ি যাচ্ছি।’

নোয়াখালীর মজিদ, সুমন, মুন্না, জামশেদ একই গ্রামের বাসিন্দা। ঢাকায় নিউমার্কেটের দোকানে বিক্রয়কর্মীর কাজ করেন। ঈদের আগের রাত পর্যন্ত কাজ করেছেন। ঈদের পর দোকান খুললে বাড়ি যেতেন না। জামশেদ জানালেন, ‘দোকান যদি না খোলে মালিক তো বসিয়ে রেখে বেতন দেবে না। আমরা চারজন আজিমপুরে বাসা ভাড়া নিয়ে থাকতাম। কবে কী হবে তার  নিশ্চয়তা নেই। তাই বাড়ি চলে যাচ্ছি।’

সরকার জানিয়েছে, কঠোর ‌বিধিনিষেধের আওতায় সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। শপিং মল ও মার্কেটসহ সব দোকানপাটও বন্ধ থাকবে। বন্ধ থাকবে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। এবার সব ধরনের শিল্প-কারখানাও বন্ধ থাকবে।

বিশেষ করে কারখানা বন্ধ থাকায় অনেকেই ঢাকা ছাড়ছেন এ দফায়। তাদের দাবি, আয় হোক না হোক, ঢাকায় থাকলে বাসা ভাড়া তো দিতে হবে। খরচের কথা ভেবেই ঢাকা ছাড়ছেন তারা।

 

 

/সিএ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ