X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

পানির অভাবে পাট পচাতে পারছেন না চাষিরা

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ০৮:৪১আপডেট : ২৪ জুলাই ২০২১, ০৮:৪১

সোনালি আঁশ পাটের জেলা ময়মনসিংহে চলতি মৌসুমে বাম্পার ফলন হয়েছে। চাষিরা পাট কাটছেন। তবে পানির অভাবে পাট পচাতে পারছেন না। এ নিয়ে বিপাকে পড়েছেন তারা।

গফরগাঁওয়ের সালটিয়ার চাষি হুরমুজ আলী চলতি মৌসুমে তিন একর জমিতে পাট চাষ করেছেন। হাল চাষ, বীজ কেনা, সার ও শ্রমিক বাবদ প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। পরিপক্ব হওয়ায় কৃষিশ্রমিক দিয়ে কাটতে শুরু করেছেন পাট। ফলন বাম্পার হওয়ায় আশা করছেন ৬০ মণ পাট ঘরে তুলতে পারবেন। দাম ভালো পেলে খরচ বাদে ৫০ হাজার টাকার ওপরে লাভ হবে। কিন্তু পাট কাটার পর ক্ষেতে কিংবা ডোবায় পানি না থাকায় পচাতে পারছেন না তিনি।

হুরমুজ আলী বলেন, পাট আবাদে খরচ কম; লাভ বেশি। এ কারণে তিন একর জমিতে পাট চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। ক্ষেতের অর্ধেক পাট কেটে রাস্তার ওপরে রেখেছি। পানি না থাকায় পচাতে পারছি না। সময়মতো পচাতে না পারলে পাটের মান ভালো হবে না এবং ন্যায্য দাম পাবো না। কীভাবে পাট পচাবো এ নিয়ে চিন্তায় আছি।

পানির অভাবে পাট পচাতে পারছেন না চাষিরা শুধু হুরমুজ আলী নন, জেলার অধিকাংশ পাট চাষির একই অবস্থা। মুক্তাগাছার তারাটি খামারবাজার এলাকার সবুর মিয়া বলেন, আগে তো বাড়ির আশপাশে ডোবায় পানি জমে থাকতো। জমির দাম বেড়ে যাওয়ায় এখন আর পতিত ডোবা-নালা খালি নেই। এ কারণে পানির অভাবে পাট পচাতে পারছি না। এই এলাকার সব চাষি পানির অভাবে পাট পচাতে পারছেন না।

ফুলপুরের মোতালেব ফকির বলেন, এবার পাটের ভালো ফলন হয়েছে। চাষিরা দাম ভালো পাবেন। তবে পানির সমস্যা চাষিদের চিন্তায় ফেলেছে। নির্ধারিত সময়ের মধ্যে পচাতে না পারলে পাটের মান ভালো হয় না। তখন পাটের চাহিদা কমে দামও কমে যায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় পাঁচ হাজার ২২৫ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৭ হাজার ৮৪০ বেল্ট।

ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের ফলন ভালো হয়েছে। চাষিরা পাট কাটতে শুরু করেছেন। কিছু এলাকায় পানির সমস্যায় পড়েছেন চাষিরা। তবে পাট কিছুদিন কেটে ক্ষেতে ফেলে রাখলে তেমন সমস্যা হয় না। বর্ষাকাল চলছে। পানির সমস্যা সমাধান হয়ে যাবে।

 

/এএম/
সম্পর্কিত
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
জাগ দেওয়ার পানির সংকটে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক
পাটের তৈরি পোশাক ও ব্যানার নিয়ে শ্রমিকদের মানববন্ধন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে