X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ফাইনাল’ ম্যাচে কোনও ভুল নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২১, ১৭:০৬আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৭:০৬

পাঁচ বছর আগে ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ হার মানা বাংলাদেশ শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরেছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই বাজে ক্রিকেট খেলাতে এমন হার সফরকারীদের। আগামীকাল (রবিবার) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সিরিজ নির্ধারণী হওয়ায় ম্যাচটি রূপ নিয়েছে ‘ফাইনালে’। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে কোনও ভুল করতে চান না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।

হারারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগের ম্যাচগুলোর মতো ধারাবাহিক ভালো বোলিং করতে পারেননি বাংলাদেশের বোলাররা। প্রতি ওভারে আলগা বল দিয়েছেন, আর তাতেই স্কোরবোর্ড সমৃদ্ধ করছে স্বাগতিকরা। পাশাপাশি ছিল দুর্বল ফিল্ডিং। পরে লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও দায়িত্বশীল ভূমিকাতে কাউকে দেখা যায়নি। এইসব ভুল শুধরে শেষ ম্যাচে মাঠে নামতে মুখিয়ে বাংলাদেশ।

অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, ‘দেখেন, একটা ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তার মানে এই নয় যে, আমরা খারাপ দল হয়ে গেছি। ওরা ভালো ক্রিকেট খেলেছে। আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। ফিল্ডিংয়ে আমাদের কিছু চান্স ছিল, সেগুলো আমরা নিতে পারিনি। এই মিসটেকগুলো টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক বড় হয়ে যায়। পরবর্তী সময়ে এই ভুলগুলো আর রিপিট না করি, সেটাই লক্ষ্য থাকবে।’

বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাঁচটি। বাংলাদেশ জিতেছে দুটিতে। জিম্বাবুয়ে সিরিজ জিততে না পারলেও ড্র করেছে তিনটিতে। এবারও সিরিজ হাতছাড়া করতে চাইছেন না মাহমুদউল্লাহ, ‘যেহেতু একটা ম্যাচ আছে। ওই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবে খেলবো। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই আমরা ম্যাচটা জেতার চেষ্টা করবো।’

একাদশের নিয়মিত দুই ক্রিকেটার- লিটন দাস ও মোস্তাফিজুর রহমান ইনজুরিতে ছিটকে গেছেন। ছিলেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও। এই কারণে মূল একাদশ খেলাতে পারেনি বাংলাদেশ।

লিটন-মোস্তাফিজ না থাকায় কিছুটা সমস্যা হয়েছে বলে মনে করেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘লিটন তো খুব ভালো ব্যাটিং করছিল। দুর্ভাগ্যবশত তার ইনজুরি হয়ে গিয়েছে। অবশ্যই লিটনকে আমরা মিস করেছি। মোস্তাফিজ অ্যাঙ্কেলে পুরনো ব্যথাটা আবার পেয়ে গেছে। মোস্তাফিজ থাকলে বোলিং বিভাগ আরও আত্মবিশ্বাসী থাকতো। তারপরও আমার মনে হয় বোলাররা চেষ্টা করেছে। টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ হাতছাড়া হলে ম্যাচে ফেরা কঠিন, আমরা বেশ কিছু চান্স মিস করেছি। আমাদের আরও একটা ম্যাচ আছে, আমরা চেষ্টা করবো কোনও সুযোগ হাতছাড়া না করার এবং ম্যাচটা জেতার।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন