X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘ফাইনাল’ ম্যাচে কোনও ভুল নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২১, ১৭:০৬আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৭:০৬

পাঁচ বছর আগে ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ হার মানা বাংলাদেশ শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরেছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই বাজে ক্রিকেট খেলাতে এমন হার সফরকারীদের। আগামীকাল (রবিবার) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সিরিজ নির্ধারণী হওয়ায় ম্যাচটি রূপ নিয়েছে ‘ফাইনালে’। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে কোনও ভুল করতে চান না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।

হারারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগের ম্যাচগুলোর মতো ধারাবাহিক ভালো বোলিং করতে পারেননি বাংলাদেশের বোলাররা। প্রতি ওভারে আলগা বল দিয়েছেন, আর তাতেই স্কোরবোর্ড সমৃদ্ধ করছে স্বাগতিকরা। পাশাপাশি ছিল দুর্বল ফিল্ডিং। পরে লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও দায়িত্বশীল ভূমিকাতে কাউকে দেখা যায়নি। এইসব ভুল শুধরে শেষ ম্যাচে মাঠে নামতে মুখিয়ে বাংলাদেশ।

অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, ‘দেখেন, একটা ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তার মানে এই নয় যে, আমরা খারাপ দল হয়ে গেছি। ওরা ভালো ক্রিকেট খেলেছে। আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। ফিল্ডিংয়ে আমাদের কিছু চান্স ছিল, সেগুলো আমরা নিতে পারিনি। এই মিসটেকগুলো টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক বড় হয়ে যায়। পরবর্তী সময়ে এই ভুলগুলো আর রিপিট না করি, সেটাই লক্ষ্য থাকবে।’

বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাঁচটি। বাংলাদেশ জিতেছে দুটিতে। জিম্বাবুয়ে সিরিজ জিততে না পারলেও ড্র করেছে তিনটিতে। এবারও সিরিজ হাতছাড়া করতে চাইছেন না মাহমুদউল্লাহ, ‘যেহেতু একটা ম্যাচ আছে। ওই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবে খেলবো। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই আমরা ম্যাচটা জেতার চেষ্টা করবো।’

একাদশের নিয়মিত দুই ক্রিকেটার- লিটন দাস ও মোস্তাফিজুর রহমান ইনজুরিতে ছিটকে গেছেন। ছিলেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও। এই কারণে মূল একাদশ খেলাতে পারেনি বাংলাদেশ।

লিটন-মোস্তাফিজ না থাকায় কিছুটা সমস্যা হয়েছে বলে মনে করেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘লিটন তো খুব ভালো ব্যাটিং করছিল। দুর্ভাগ্যবশত তার ইনজুরি হয়ে গিয়েছে। অবশ্যই লিটনকে আমরা মিস করেছি। মোস্তাফিজ অ্যাঙ্কেলে পুরনো ব্যথাটা আবার পেয়ে গেছে। মোস্তাফিজ থাকলে বোলিং বিভাগ আরও আত্মবিশ্বাসী থাকতো। তারপরও আমার মনে হয় বোলাররা চেষ্টা করেছে। টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ হাতছাড়া হলে ম্যাচে ফেরা কঠিন, আমরা বেশ কিছু চান্স মিস করেছি। আমাদের আরও একটা ম্যাচ আছে, আমরা চেষ্টা করবো কোনও সুযোগ হাতছাড়া না করার এবং ম্যাচটা জেতার।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!