X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লাল-সবুজ খামের পতাকা গিনেস রেকর্ডসের স্বীকৃতির অপেক্ষায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ১৩:১৩আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৩:১৩

একটির পর একটি লাল-সবুজ খাম সাজিয়ে বানানো হয়েছে পতাকা, যাকে বলা হয় ইনভেলপ মোজাইক ফ্ল্যাগ। হাতে বানানো লাল-সবুজ খাম দিয়ে তৈরি বাংলাদেশের এই জাতীয় পতাকার আয়তন ২৪০ বর্গমিটার। এখন এটি সবচেয়ে বড় ইনভেলপ মোজাইক ফ্ল্যাগ হিসেবে গিনেস রেকর্ডের স্বীকৃতির অপেক্ষায়। এই উদ্যোগের শিরোনাম করা হয়েছে ‘দুর্নিবার বাংলাদেশ’।

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে মেঝেতে প্রদর্শন করা হচ্ছে এই পতাকা। পতাকাটির দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১২ মিটার। উদ্যোক্তারা জানান, এটি তৈরি করতে লেগেছে ১৬ হাজার খাম। এর মধ্যে ১০ হাজারের বেশি সবুজ খাম ও পাঁচ হাজারের বেশি লাল খাম। এটি তৈরিতে সময় লেগেছে পাঁচ ঘণ্টারও বেশি। ‘আগ্রহ’ নামের একটি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে।

লাল-সবুজ খামের পতাকা গিনেস রেকর্ডসের স্বীকৃতির অপেক্ষায়

সবচেয়ে বড় আকৃতির পতাকা হিসেবে এটি নতুন রেকর্ড করেছে জানিয়ে এর উদ্যোক্তা বলেছেন, এখন শুধু গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে এটির অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৪ জুলাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, করোনা মহামারির কারণে পৃথিবীর গতি থমকে গেলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ রকম উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় পতাকার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আমাদের জন্য অহংকার ও গৌরবের হবে, যা জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করবে, মর্যাদা সমুন্নত রাখবে।

লাল-সবুজ খামের পতাকা গিনেস রেকর্ডসের স্বীকৃতির অপেক্ষায়

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন।

উল্লেখ্য, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ‘লার্জেস্ট ইনভেলপ মোজাইক (ফ্ল্যাগ)’ বা ‘খাম দিয়ে তৈরি সর্ববৃহৎ পতাকা’ বিভাগে ২০১৯ সালের ১৬ ডিসেম্বর খাম দিয়ে ৬০ বর্গমিটারের বাংলাদেশের পতাকা বানিয়ে রেকর্ড করেছিলেন ঢাকার তরুণ ইমরান শরীফ।

/ইউআই/এমএস/
সম্পর্কিত
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!