X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

প্রাণিসম্পদ অফিসের অবহেলায় খামারির ৮শ’ হাঁসের মৃত্যুর অভিযোগ

জামালপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১৮:৫৯আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৮:৫৯

জামালপুরের ইসলামপুরে প্রাণিসম্পদ অফিসের চিকিৎসার অবহেলায় এক তরুণ উদ্যোক্তার ৮শ’ হাঁস মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন খামার গড়ে তুলে বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখা তরুণ আব্দুল আওয়াল খান জিন্নাত (২৮)।

জিন্নাত উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ এলাকার আবুল হাসেম খানের ছেলে।

এলাকাবাসী জানায়, গত চার মাস আগে নেত্রকোনার সরকারি হাঁসের ফার্ম থেকে এক হাজার ২৫টি বেইজিং জাতের হাঁসের বাচ্চা নিয়ে এসে খামার গড়ে তোলেন জিন্নাত। খামারে যত্ন ও খাওয়ানোর পর বেশ বড় হয়ে ওঠে হাঁসের বাচ্চাগুলো। হাঁসগুলোর বর্তমান বয়স চার মাস ১০ দিন। আর মাত্র ১৫ থেকে ১৬ দিন পরে সেগুলো ডিম পাড়তে শুরু করবে। এরই মধ্যে রবিবার রাতে তিন-চারটি হাঁস অসুস্থ হয়ে মারা যায়। সোমবার সকালে একটি মরা হাঁস নিয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন আব্দুল আলিমের কাছে যান তিনি। উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্তব্যরত ডাক্তার মৃত হাঁসটিকে পোস্টমর্টেম করে প্রেসক্রিপশন দেন। সেই অনুযায়ী ওষুধ খাওয়ানোর পর পুরো খামার জুড়ে মড়ক শুরু হয়। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সোমবার সন্ধ্যা পর্যন্ত  হাঁসগুলো মাথা ঘুরে পড়ে গিয়ে মারা যায়।

ভুক্তভোগী খামারি জিন্নাতের অভিযোগ করে বলেন, ‘ওষুধ খাওয়ার পর হাঁসগুলো মারা যেতে শুরু করে। এ বিষয়ে পুনরায় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে তিনি খামারে আসেননি। তিনি খামারে না আসার নানান কারণ দেখিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এত বড় ক্ষতিতে যেন আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। আমি বেকারত্ব থেকে স্বাবলম্বী হওয়ার জন্য খামার গড়ে তুললেও প্রাণিসম্পদ বিভাগের কেউ কোনও খোঁজখবর নেননি। ঠিকমতো চিকিৎসা দেননি। তাই আমার খামারের হাঁস মরে গিয়ে অন্তত চার লাখ টাকা ক্ষতি হলো।’

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাক্তার আব্দুল আলিম বলেন, ‘মৃত একটি হাঁসকে পোস্টমর্টেম করে ওষুধ লিখে দিয়েছি। লকডাউনের কারণে আমি ঝুঁকি নিয়ে তার খামারে যেতে পারিনি।’

এসব বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সানোয়ার হোসেন বলেন, ‘এতগুলো হাঁস মারা গেলো, বিষয়টি খুবই দুঃখজনক। হাঁসগুলো কী কারণে মারা গেছে আমি জানি না। তবে আজ (মঙ্গলবার) ওই খামারির বাড়িতে গিয়ে আমি খোঁজ খবর নেবো।’

/এমএএ/
সম্পর্কিত
দেশীয় জাতের গবাদিপশু বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা সম্ভব: প্রাণিসম্পদ উপদেষ্টা
গরমে অস্বস্তিতে শ্রীমঙ্গল সেবা ফাউন্ডেশনের প্রাণীরা
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে