X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অনির্দিষ্টকাল ইরানের সঙ্গে আলোচনা চলতে পারে না: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০২১, ২১:৫৮আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:৫৮
image

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন ইরানের পারমাণবিক চুক্তিতে ওয়াশিংটনের ফেরা নিয়ে অনির্দিষ্টকাল আলোচনা চলতে পারে না। তবে আলোচনা চালিয়ে যেতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার কুয়েত সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কূটনীতির প্রতি প্রতিশ্রুতিশীল কিন্তু এই প্রক্রিয়া অনির্দিষ্টকাল চলতে পারে না।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে ইরানের একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তির শর্ত অনুযায়ী, তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনার পাশাপাশি আন্তর্জাতিক পরিদর্শকদের পারমাণবিক প্রকল্প এলাকায় প্রবেশ করতে দেবে বলে একমত হয়েছিল। এর বিনিময়ে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হয়। ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওবামা আমলে। তবে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের পর এ ইস্যুতে কঠোর অবস্থানে যান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে নতুন একটি চুক্তিতে আসার জন্য আলোচনা করতে চাপ দেন। একইসঙ্গে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ট্রাম্প ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

জো বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই বছরের এপ্রিল থেকে ওই চুক্তিতে ফিরতে ভিয়েনায় আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানসহ চুক্তিতে থাকা বাকি পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। তবে এই আলোচনায় কোনও অগ্রগতি না হওয়ায় খানিক হতাশ হয়ে পড়েছে ওয়াশিংটন কর্তৃপক্ষ। কুয়েত সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘আমরা দেখতে চাই ইরান ভিয়েনায় আলোচনা চালিয়ে যেতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বল ইরানের কোর্টে রয়েছে।’

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সরকার বারবারই বলেছেন চুক্তিতে ফেরার আগে ওয়াশিংটনকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রথম পদক্ষেপ নিতে হবে। তবে ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আগামী মাসে দায়িত্ব নেওয়ার আগে কোনও চুক্তির সম্ভাবনা খুবই কম। রাইসি অতি রক্ষণশীল হলেও পারমাণবিক আলোচনার প্রতি সমর্থন জানিয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা