X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

গৃহবধূর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক সম্পর্কের অভিযোগ, বাড়ি ঘেরাও 

বগুড়া প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ১২:২০আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৩:০১

বগুড়ার শেরপুর থানার কনস্টেবল পারভেজ হোসেনের সঙ্গে এক গৃহবধূর অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠার পর তাকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) রাতে স্থানীয়রা উপজেলার গোসাইপাড়ার একটি বাড়িতে তাকে অবরুদ্ধ করেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। 

পুলিশ লাইন্সের স্পেশাল আর্মড ফোর্স (এসএএফ) থেকে পারভেজ দু’মাসের জন্য থানায় এসেছিলেন। 

তবে শেরপুর থানার ওসি শহিদুল ইসলামের দাবি, অনৈতিক কোনও সম্পর্কের ঘটনা ঘটেনি। অভিযুক্ত কনস্টেবল এক এনজিও কর্মকর্তার বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। স্থানীয়রা ভুল বুঝে বাড়ি ঘেরাও করেছিলেন। 

তবে বগুড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) আয়েন উদ্দিন জানান, তিনি অসুস্থ থাকায় এ বিষয়ে কিছু জানা নেই।

স্থানীয়রা জানান, পুলিশ সদস্য পারভেজ রুটিন মাফিক দুই মাস আগে শেরপুর থানায় বদলি হয়ে আসেন। সম্প্রতি সেখানে বেসরকারি সংস্থার এক কর্মকর্তার স্ত্রীর সঙ্গে পারভেজের সখ্যতা গড়ে উঠে। বুধবার রাত ৯টার দিকে তিনি ওই গৃহবধূর বাড়িতে যান। এসময় প্রতিবেশীদের সন্দেহ হলে তারা বাড়ি ঘেরাও করেন। পরে খবর পেয়ে শেরপুর থানার এসআই আনন্দ কুমার মোহন্ত ঘটনাস্থলে গিয়ে পারভেজকে উদ্ধার করে নিয়ে আসেন। 

অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠায় রাতেই তাকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ওই এনজিও কর্মকর্তার বাড়িতে পারভেজ দাওয়াতে যান। তার সঙ্গে স্থানীয় এক লন্ড্রির মালিকও দাওয়াতে গিয়েছিল। তবে স্থানীয়রা ভুল বুঝে বাড়ি ঘেরাও করে। এরপরও অভিযোগ ওঠায় পারভেজকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয় নিয়ে খবর প্রকাশ হলে কেউ কোনোদিন আর কারও বাড়িতে দাওয়াতে যাবেন না বলেও মন্তব্য করেন তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
মাদকাসক্তদের আলোর পথ দেখাচ্ছে ওয়েসিস
ফ্রিল্যান্সারকে তুলে নিয়ে ৩ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ, ডিবির ৭ সদস্য বরখাস্ত
সর্বশেষ খবর
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই