X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শাকিলদের উদ্যোগে ‘ভ্যাকসিনেটেড’ গ্রাম জোড়দিয়া শেখপাড়া

আবিদ হাসান
৩১ জুলাই ২০২১, ১৭:১৬আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৮:১৪

মহামারি করোনাভাইরাসে মানুষের জীবন দুর্বিষহ। এটি কাটিয়ে উঠতে দরকার প্রতিষেধক। বর্তমানে সবচেয়ে কার্যকর প্রতিষেধক হলো ভ্যাকসিন বা করোনার টিকা। কিন্তু গ্রামের অনেক মানুষই জানেন না করোনা টিকা সম্পর্কে। যারা কিছুটা জানেন তাদের অধিকাংশের রয়েছে এই টিকা সম্পর্কে ভুল ধারণা।  তারা মনে করেন, এই টিকা নিলে মানুষ আরও অসুস্থ হয়ে পড়বে। আবার অনেকে মনে করেন গ্রামের মানুষের জন্য করোনা না, এটা শহরের মানুষের রোগ।

তাদের এই ধারণার কারণ অজ্ঞতা। আর তাদের এই অজ্ঞতা দূর করতে কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন ও তার সহযোদ্ধারা। তারা গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে জানাচ্ছেন করোনার টিকা নেওয়ার উপকারিতা। আশানুরূপ সাড়া না পেয়ে গ্রামের ধর্মীয় প্রতিনিধিদের শরণাপন্ন হয়েছেন।

তার এই উদ্যোগে পাল্টে গেছে সাতক্ষীরা জেলা সদর থেকে ১০ মাইল দূরে ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া শেখপাড়া গ্রামের চিত্র। মানুষের মাঝে ক্রমেই বাড়ছে টিকা নেয়ার আগ্রহ। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামের বিভিন্ন পয়েন্টে করোনা টিকার নিবন্ধন বুথ বসিয়েছেন।

শেখ শাকিল হোসেন বলেন, ‘করোনার ভ্যাকসিন সহজলভ্য হলেও গ্রামের অধিকাংশ মানুষের ধারণা ছিল এটি নিলে তারা অসুস্থ হয়ে পড়বে। এছাড়াও ভ্যাকসিনভীতি ও নিবন্ধন সংক্রান্ত জটিলতার কারণে গ্রামের মানুষদের মধ্যে প্রথমে টিকা নিতে অনীহা ছিল। তরুণদের সঙ্গে নিয়ে গ্রামবাসীকে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা ও করোনার ভয়াবহতা বোঝালেও ভ্যাকসিন নিতে কেউই আগ্রহ দেখাননি। এরপর ধর্মীয় প্রতিনিধিদের শরণাপন্ন হয়েছি।’

তিনি আরও বলেন, ‘মসজিদের ইমাম নামাজের পর মানুষদের টিকা নিতে উৎসাহিত করেন। তখনই বেশ সাড়া পেয়েছি। গ্রামের মানুষ সাধারণত ঈমাম ও ধর্মীয় প্রতিনিধিদের কথা শোনেন। গত তিন সপ্তাহের চেষ্টায় পুরো গ্রামের চিত্র পাল্টে গেছে। গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ ভ্যাকসিনের জন্য আবেদন করেছেন। অধিকাংশই ভ্যাকসিনের প্রথম ডোজের আওতায় এসেছেন। বাকিরা এসএমএসের অপেক্ষায় আছেন। আমরা তরুণরা চাইলে সবই সম্ভব। দেশের প্রতিটি গ্রামের তরুণদের প্রতি আমার অনুরোধ, আপনারাও আগানাদের নিজ নিজ গ্রামের মানুষকে টিকা আওতায় আনার উদ্যোগ নিন, তাদের মাঝে সচেতনতা তৈরি করুন।’

শাকিলের এই উদ্যোগে আগ্রহী হয়ে টিকা নেওয়াদের একজন খোদেজা খাতুন। তিনি বলেন, ‘টিকা নিলে করোনা হবে না, জানতাম না। টিকা নিলে জ্বর হয়, অসুস্থ হয়ে যেতে হয়- মানুষকে বলতে শুনেছি। এজন্য শুরুতে টিকা নেইনি। গ্রামের ছেলেরা বাড়িতে এসে মোবাইল আর আইডি কার্ড নিয়ে সব করে দিছে। ঈদের পর সদর হাসপাতাল থেকে ১ম ডোজ টিকা নিয়েছি।’

গ্রামে বুথ বসিয়ে টিকা নিবন্ধন

টিকা নেয়া শেখ তৈমুর হাসান বলেন, ‘হঠাৎ আমার বড় ছেলের করোনা ধরা পড়লে আমরা খুব ভয় পেয়ে যাই। স্থানীয় তরুণরা গ্রামের সবাইকে টিকা নিতে উৎসাহিত করেছে। মসজিদের ইমাম সাহেবও বারবার বলেছে। গ্রামের ছেলেরা মাদ্রাসায় টিকার নিবন্ধন বুথ বসালে সপরিবারে নিবন্ধন করি। ইতোমধ্যে টিকার ১ম ডোজ নিয়েছি’।

ইতিমধ্যে গ্রামটিকে 'ভ্যাকসিনেটেড গ্রাম' হিসেবে ঘোষণা দিয়েছেন ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুর রহমান।

তিনি বলেন, গ্রামের মানুষ প্রথমদিকে টিকা নিতে অনাগ্রহী ছিল আবার ভয়ও পেতো। করোনায় আক্রান্ত হলেও স্বীকার করেনি বা নিজেকে ঘরবন্দি করে না রেখে বাইরে থাকতো। তবে জোড়দিয়া শেখপাড়ার তরুণদের উদ্যোগে পরিস্থিতি বদলে গেছে। তরুণদের প্রচেষ্টায় ওই গ্রামের অধিকাংশ মানুষই এরইমধ্যে ভ্যাকসিনের আওতায় চলে এসেছেন। আবার অনেকেই নেওয়ার অপেক্ষায় আছেন। তরুণদেরকে ধন্যবাদ জানাই তাদের প্রচেষ্টার জন্য এবং এই গ্রামকে আমরা প্রথম ভ্যাকসিনেটেড গ্রাম হিসেবে স্বীকৃতি দিলাম।

শাকিলদের উদ্যোগে ‘ভ্যাকসিনেটেড’ গ্রাম জোড়দিয়া শেখপাড়া

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!