X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাংকের প্রস্তাবের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান রবের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ১৯:৩৯আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৯:৩৯

বিশ্বব্যাংকের  ‘রিফিউজি পলিসি রিভিউ ফ্রেমওয়ার্ক’ এর প্রস্তাব কোনওক্রমেই বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। তারা বলেন, ‘বিশ্বব্যাংকের এই প্রস্তাব গৃহীত হলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা  ঝুঁকিতে পড়বে এবং এই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল করবে তুলবে। বিশ্বব্যাংকের এ প্রস্তাবের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।’

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেএসডির নেতারা এসব কথা বলেন।  

বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের প্রস্তাবের অর্থ হলো উদ্বাস্তুদের সামাজিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা, ভবিষ্যতে আরও বেশি উদ্বাস্তু গ্রহণের সক্ষমতা অর্জন করা এবং উদ্বাস্তুদের নিবন্ধনের আওতায় এনে সামাজিক পরিচয়পত্রও প্রদান করা।

আ স ম আবদুর রব ও ছানোয়ার হোসেন তালুকদার বলেন, ‘বিশ্বব্যাংক বাস্তুচ্যুতির মূল সংকট সমাধানে কার্যকর ভূমিকা না রেখে উদ্বাস্তুদের দায়দায়িত্ব আশ্রয়দানকারী দেশের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। এতে বাংলাদেশের ক্ষেত্রে ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাঁধা হয়ে দাঁড়াবে। রোহিঙ্গা সঙ্কটের সমাধানের একমাত্র পথ হচ্ছে তাদের নিজ ভূমিতে টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসন।’

বিবৃতিতে বলা হয়, সংবাদপত্রের মাধ্যমে জানা যায় বিশ্ব ব্যাংকের প্রস্তাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘প্রবল আপত্তি’ রয়েছে, যা খুবই সাহসী ও ইতিবাচক অবস্থান। আমরা মনে করি জাতীয় স্বার্থে এ ব্যাপারে সরকারকে তার অবস্থান দ্রুত সুস্পষ্ট করতে হবে।

বিবৃতিতে বিশ্বব্যাংকের এই ধরনের পরামর্শের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলসহ সকল সামাজিক শক্তিগুলোকে সোচ্চার ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান জেএসডি নেতারা।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া