X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে একদিনের ব্যবধানে বেড়েছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ আগস্ট ২০২১, ১০:১৪আপডেট : ০১ আগস্ট ২০২১, ১০:১৪

এক দিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আবারও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১১ জন। তবে শনিবার (৩১ জুলাই) করোনায় চার জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। 

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৯৭৩ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৮২ হাজার ৮৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬২ হাজার ৮৮ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২০ হাজার ৭৯৮ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে তিন হাজার ১১৩টি নমুনা পরীক্ষায় ৯২৭ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৬০টি এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪১৩টি নমুনা পরীক্ষা করা হয়। 

এর মধ্যে চবি ল্যাবে ১৭৪ জন, বিআইটিআইডি ল্যাবে ৭৩ জন এবং চমেক ল্যাবে ১২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন এক হাজার ৭৩ টি অ্যান্টিজেন পরীক্ষায় ৩৩২ জনের করোনা শনাক্ত হয়। 

অন্যদিকে বেসরকারি শেভরন হাসপাতাল ল্যাবে ৩৩০টি নমুনা পরীক্ষায় ৮৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫২টি নমুনা পরীক্ষায় ২৪ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষায় ৩২ জন এবং ইপিক হেলথ কেয়ারে ১২৫টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আরটিআরএল ল্যাবে ৩৫টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!