বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) রাজস্ব খাতের ০২টি পদে মোট ০২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের সুযোগ থাকবে ৮ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত।
পদের নাম: জুনিয়র ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বাণিজ্যে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
বয়সসীমা: ২০২১ সালের ২৯ জুলাই প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন করবেন যেভাবে
আগ্রহীরা http://sparrso.teletalk.com.bd- এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ নম্বর পদের জন্য ২২৪ টাকা এবং ২ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।