X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ভারতের কাছে হারপুন ক্ষেপণাস্ত্র বিক্রয় চুক্তি অনুমোদন যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২১, ১৭:২০আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৭:২০
image

প্রায় আট কোটি ২০ লাখ ডলার মূল্যের হারপুন জয়েন্ট কমন টেস্ট সেট (জেসিটিএস) এবং সংশ্লিষ্ট সামগ্রী ভারতের কাছে বিক্রির চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। হারপুন হলো জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র। ওয়াশিংটন বলছে, এই সিদ্ধান্তের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক শক্তিশালী করতে সহায়তা করবে আর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ সহযোগীর নিরাপত্তা বাড়াবে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্ভাব্য বিক্রয় চুক্তিটিতে সম্মতির কথা মার্কিন কংগ্রেসে জানিয়েছে পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ)। সংস্থাটির এক  বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত সরকার একটি হারপুন জয়েন্ট কমন টেস্ট সেট (জেসিটিএস) ক্রয়ের আবেদন জানিয়েছে। এছাড়া এতে সংযুক্ত রয়েছে একটি হারপুন মধ্যপাল্লার রক্ষণাবেক্ষণ স্টেশন, স্পেয়ার এবং রিপেয়ার যন্ত্রাংশ, সহায়তা এবং পরীক্ষার উপকরণ; পাবলিকেশন এবং টেকনিক্যাল ডকুমেন্টেশন; কর্মীদের প্রশিক্ষণ; মার্কিন সরকার এবং কন্ট্রাক্টরের টেকনিক্যাল, প্রকৌশলগত, লজিস্টিকস সাপোর্ট সার্ভিস; এবং অন্যান্য সংশ্লিষ্ট সহায়তা। সবমিলিয়ে এর মোট মূল্য আট কোটি ২০ লাখ ডলার।’

২০১৬ সালের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময়, ভারতকে ‘গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী’ ঘোষণা করে ওয়াশিংটন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে প্রযুক্তিগত সহায়তা বিনিময় করবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের তরফে বলা হয়েছে, প্রস্তাবিত সামরিক সরঞ্জাম বিক্রির মাধ্যমে ভারত বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলার সক্ষমতা অর্জন করবে। তবে এই অস্ত্র ভারতের কাছে আসলে এই অঞ্চলের সামরিক ভারসাম্যে কোনও মৌলিক পরিবর্তন আসবে না।

হারপুন ক্ষেপণাস্ত্র প্রথম মোতায়েন হয় ১৯৭৭ সালে। সব ধরনের আবহাওয়ায় জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এটি। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবি এটি বিশ্বের সবচেয়ে সফর জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র। বিশ্বের ৩০টিরও বেশি সশস্ত্র বাহিনীর কাছে এই ক্ষেপণাস্ত্র রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে