X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় করোনায় মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০২১, ০১:৪২আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০১:৪২

ইন্দোনেশিয়ায় বুধবার করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। বর্তমানে মহামারির সবচেয়ে খারাপ সময় পার করছে দেশটি। বিশেষ করে অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বুধবার রাতে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ৩৫ লাখ ৩২ হাজার ৫৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক লাখ ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস মূলত শনাক্ত ও মৃতের সরকারি হিসাব তুলে ধরেছে। তবে দেশটির প্রকৃত অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, শনাক্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

দেশটিতে মৃতের সংখ্যা ৫০ হাজার অতিক্রম করতে সময় লেগেছে ১৪ মাস। আর এই সংখ্যাটি দ্বিগুণ হতে লাগে মাত্র নয় সপ্তাহের কিছু বেশি সময়। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৪৭ জনের মৃত্যু হয়েছে।

বাড়িতে মৃত্যুর হিসাব রাখে এমন একটি স্বাধীন ভাইরাস ডেটা গ্রুপ ল্যাপরকোভিড-১৯-এর তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকে বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় দুই হাজার ৮০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ল্যাপরকোভিড-১৯-এর অন্যতম প্রতিষ্ঠাতা আহমাদ আরিফ বলেন, সরকারি হিসাবে বাড়িতে মৃত্যুর পুরো সংখ্যাটি প্রতিফলিত হয়নি। হাসপাতাল তাদের চিকিৎসা-সেবা দিতে অপারগতা জানানোর কারণে ওই মানুষগুলো বাড়িতেই ছিলেন। ওষুধ, অক্সিজেন ও চিকিৎসকদের পর্যবেক্ষণের অভাবে তাদের মৃত্যু হয়।

ডব্লিউএইচও বলছে, হাসপাতালগুলোতে আইসোলেশন কক্ষ, অক্সিজেন সরবরাহ, চিকিৎসা এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম, মোবাইল ফিল্ড হাসপাতাল এবং মৃতদেহ রাখার জন্য ব্যাগ প্রয়োজন।

ইন্দোনেশিয়া হসপিটাল অ্যাসোসিয়েশনের মহাসচিব লিয়া পার্টাকুসুমা বলেছেন, আইসিইউ বেডের সংকট রয়েছে, বিশেষ করে জাভার বাইরে, যেখানে বাড়িতে অনেক লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সূত্র: ভয়েস অব আমেরিকা, ওয়ার্ল্ডোমিটারস।

/এমপি/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
গরমে খান দইয়ের এই ৫ শরবত
গরমে খান দইয়ের এই ৫ শরবত
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও