X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ইন্দোনেশিয়ায় করোনায় মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০২১, ০১:৪২আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০১:৪২

ইন্দোনেশিয়ায় বুধবার করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। বর্তমানে মহামারির সবচেয়ে খারাপ সময় পার করছে দেশটি। বিশেষ করে অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বুধবার রাতে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ৩৫ লাখ ৩২ হাজার ৫৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক লাখ ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস মূলত শনাক্ত ও মৃতের সরকারি হিসাব তুলে ধরেছে। তবে দেশটির প্রকৃত অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, শনাক্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

দেশটিতে মৃতের সংখ্যা ৫০ হাজার অতিক্রম করতে সময় লেগেছে ১৪ মাস। আর এই সংখ্যাটি দ্বিগুণ হতে লাগে মাত্র নয় সপ্তাহের কিছু বেশি সময়। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৪৭ জনের মৃত্যু হয়েছে।

বাড়িতে মৃত্যুর হিসাব রাখে এমন একটি স্বাধীন ভাইরাস ডেটা গ্রুপ ল্যাপরকোভিড-১৯-এর তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকে বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় দুই হাজার ৮০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ল্যাপরকোভিড-১৯-এর অন্যতম প্রতিষ্ঠাতা আহমাদ আরিফ বলেন, সরকারি হিসাবে বাড়িতে মৃত্যুর পুরো সংখ্যাটি প্রতিফলিত হয়নি। হাসপাতাল তাদের চিকিৎসা-সেবা দিতে অপারগতা জানানোর কারণে ওই মানুষগুলো বাড়িতেই ছিলেন। ওষুধ, অক্সিজেন ও চিকিৎসকদের পর্যবেক্ষণের অভাবে তাদের মৃত্যু হয়।

ডব্লিউএইচও বলছে, হাসপাতালগুলোতে আইসোলেশন কক্ষ, অক্সিজেন সরবরাহ, চিকিৎসা এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম, মোবাইল ফিল্ড হাসপাতাল এবং মৃতদেহ রাখার জন্য ব্যাগ প্রয়োজন।

ইন্দোনেশিয়া হসপিটাল অ্যাসোসিয়েশনের মহাসচিব লিয়া পার্টাকুসুমা বলেছেন, আইসিইউ বেডের সংকট রয়েছে, বিশেষ করে জাভার বাইরে, যেখানে বাড়িতে অনেক লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সূত্র: ভয়েস অব আমেরিকা, ওয়ার্ল্ডোমিটারস।

/এমপি/
সম্পর্কিত
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
মিয়ানমারে ইন্দোনেশিয়ান ইনফ্লুয়েন্সারকে ৭ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!