X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ আগস্ট ২০২১, ০৯:৫১আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০৯:৫১

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. নুরু মিয়া (৪০) নামের এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। সে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা।

বুধবার (৪ আগস্ট) রাত ২টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের জঙ্গলে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান।

র‌্যাবের দাবি, নিহত নুরু মিয়া রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন ও তিনটি দেশীয় অস্ত্র, দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, বুধবার রাতে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাত দলটি। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ১৫ মিনিট ধরে গোলাগুলির একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা জঙ্গলে ভেতর পালিয়ে যায়। পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে র‌্যাব অস্ত্রসহ গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব কর্মকর্তা মেজর মেহেদী হাসান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত র‍্যাব সদস্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা জানান, ডাকাত জকির মারা যাওয়ার পর নুরুর নেতৃত্বে ক্যাম্প এলাকার খুন, অপহরণ, ডাকাতি, মুক্তিপণ বাণিজ্য চলছিল। তার নিহতের খবরে ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে নিহত ৭ জঙ্গি
কাশ্মীরে ৩ ‘সন্ত্রাসীকে’ গুলি করে হত্যা, পাকিস্তানের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ
দ. আফ্রিকায় বন্দুকযুদ্ধে নারীসহ ১৮ সন্দেহভাজন ডাকাত নিহত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!