লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা শুরু করেছে ইসরায়েলের যুদ্ধবিমান। ইসরায়েলের দাবি, বৃহস্পতিবার প্রতিবেশী দেশটি থেকে টানা দ্বিতীয় দিনের মতো রকেট হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান শুরু করা হয়েছে। যেসব স্থান থেকে রকেট হামলা হয়েছে এবং সন্ত্রাসীদের অবকাঠামো রয়েছে, সেসব স্থানে বিমান হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইসরায়েলি যুদ্ধবিমান নিয়মিত গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর ওপর এবং সিরিয়ায় সন্দেহভাজন হিজবুল্লাহ কিংবা ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে থাকে। কিন্তু ২০১৪ সালের পর এবারই প্রথম দেশটি লেবাননে বিমান হামলা চালালো। এর আগে বিভিন্ন সময়ে কামানের গোলাবর্ষণের কথা স্বীকার করেছে ইসরায়েল।
২০০৬ সালে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে আধিপত্য রয়েছে হিজবুল্লাহর। ২০০৬ সালের যুদ্ধের পর থেকে বেশিরভাগ সময় নীরবই থেকেছে লেবানন-ইসরায়েল সীমান্ত।
হিজবুল্লাহ পরিচালিত লেবাননের আল-মানার টেলিভিশনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে ইসরায়েলি যুদ্ধবিমান মাহমুদিয়া শহরের বাইরে দুটি অভিযান চালিয়েছে। সীমান্ত থেকে এই শহরটি প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও ইসরায়েলি বিমান হামলার কথা নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে বুধবার লেবানন থেকে ছোড়া তিনটি রকেটের জবাবে দেশটিতে গোলাবর্ষণ করে ইসরায়েল। এ ঘটনায় দু’দেশের সীমান্তে কড়া নজরদারি শুরু করে ইসরায়েলি বাহিনী।