X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকাপ্রার্থীদের দীর্ঘ লাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ১৩:০৪আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৩:০৪

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) টিকাপ্রার্থীদের চাপ দিন দিন বাড়ছে। ফলে লোকজনের সমাগম সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তারা বলছে, টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে সেটা ইতিবাচক, কিন্তু দুপুর পর্যন্ত এই ভিড় সামলাতে বেগ পেতে হচ্ছে। অন্য অনেক সেন্টারের নাম বাছাইয়ের সুযোগ থাকার পরও এখানে মানুষ বেশি আসছে। ফলে সকাল থেকে বিকাল পর্যন্ত থাকে ভয়াবহ চাপ, বিকালের পর থেকে তা কমে যায়।

উল্লেখ্য, বর্তমানে টিকা নেওয়ার চাপ বেড়ে গেছে। আগে প্রতিদিন ঢাকা মেডিক্যাল কলেজ সেন্টারে সর্বোচ্চ চার থেকে পাঁচশ’ রোগী টিকা নিতে আসতো। এখন চাপ এতোই বেড়েছে যে আরও একটি বাড়তি কেন্দ্র খোলা হয়েছে বর্হিরবিভাগে।

ঢামেকে টিকা প্রার্থীদের ভিড় খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে দুই কেন্দ্রে চার ধরনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ২৫শ’ থেকে ২৬শ’ মানুষকে দেওয়া হয় টিকা। বৃহস্পতিবার টিকা দেওয়া হয়েছে ২৬শ’ জনকে। সামনে থেকে তিন হাজার ছাড়াবে। যারা টিকা নিতে আসছেন, লাইন ধরে গিয়ে টিকা নিচ্ছেন। শুধু টিকা নেওয়ারই লোক আসেন না, তাদের সঙ্গে বাড়ি থেকে আরও লোক আসেন।

টিকা নিতে আসার লাইনে দাঁড়িয়ে থাকা এক নারী জানান, তিনি তার মাকে নিয়ে এসেছেন। মাকে নিয়ে তার ভাই দূরে বসে আছেন। সময় হলে নিয়ে আসবেন। সঙ্গে আর কেউ আছেন কিনা প্রশ্নে তিনি বলেন, ‘বাসার কাজের সহকারী এসেছে।’

ঢামেকে টিকা প্রার্থীদের ভিড় একাধিক ব্যক্তির সঙ্গে কথা হলে জানা যায়, কেউ না কেউ সঙ্গে এসেছেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম বলেন, ‘ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে সিটের বাইরে অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন। অপরদিকে, করোনার ভ্যাকসিন নিতে আসা লোকজন। সব মিলিয়ে লোকজনের সমাগম একটু বেশিই।’

ঢামেকে টিকা প্রার্থীদের ভিড় তিনি বলেন, ‘আগে করোনা রোগীর চাপ এত বেশি ছিল না। পাশাপাশি টিকা নেওয়ার লোকজনও ছিল খুবই কম। গত দুই তিন মাসে বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এখন আমরা ভর্তি দিতে পারছি না, সিটের বিইরে রোগী ভর্তি নিচ্ছি, তাদের চিকিৎসাও দিয়ে যাচ্ছি।’

 

/এআইবি/ইউআই/আইএ/
সম্পর্কিত
সাকিব আল হাসানকে দেখতে ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থী আহত
খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার