X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

করোনার লাশপ্রতি ৩০০ টাকা নেওয়ার অভিযোগ তদন্তে কমিটি

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ আগস্ট ২০২১, ১৭:০৭আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৭:০৭

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে করোনায় মৃত প্রতিটি লাশের জন্য তিনশ’ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হকের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ এনেছেন লাশবহনকারী সাত ব্যক্তি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছেন হাসপাতালের পরিচালক।  

শনিবার (৭ আগস্ট) কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীর, হাসপাতালের মেডিসিন ইউনিট-২-এর প্রধান ডা. খোরশেদ আলমকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হচ্ছেন– হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. শেখ আলী রেজা সিদ্দিকী ও মেডিক্যাল অফিসার ডা. প্রজ্ঞা নন্দ নাথ। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

তিনি বলেন, ‘গত ২৯ জুলাই লাশবহনকারী রুবেল, হুরমুজ, মানিক মিঞা, জামাল, মো. হিরা, শামসু ও কামাল নামে সাত ব্যক্তির একটি আবেদন পাওয়া গেছে। আবেদনে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হককে করোনার লাশের জন্য তিনশ’ টাকা দেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আমলে নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।’ তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

কমিটির সদস্য ডা. প্রজ্ঞা নন্দ নাথ বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত কাজ শেষ করে রিপোর্ট হাসপাতালের পরিচালক স্যারের কাছে জমা দেওয়া হবে।’

উল্লেখ্য, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে করোনায় মারা যাওয়া প্রতিটি লাশ বহনের জন্য হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হককে দিতে হয় ৩০০ টাকা– এমন অভিযোগ এনে এর বিচার চেয়ে পরিচালক বরাবর গত ২৯ জুলাই আবেদনপত্র জমা দিয়েছিলেন বেসরকারি লাশ বহনকারী সাত ব্যক্তি। আবেদনের সঙ্গে আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হয় প্রশাসনিক কমকর্তার বিরুদ্ধে।

 

/এমএএ/
সম্পর্কিত
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
১১ দিন পর করোনায় আবারও মৃত্যু
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ