X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ চ্যাম্পিয়নদের সামনে আজ ভারতের বেঙ্গালুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ০৯:৩০আপডেট : ২১ আগস্ট ২০২১, ০৯:৩০

এএফসি কাপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজ (শনিবার) ‘ডি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে অস্কার ব্রুজনের দল। প্রতিপক্ষ ভারতের বেঙ্গালুরু এফসি। এই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে তপু-রবিনিয়োরা। বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। টি স্পোর্টসে সরাসরি দেখাব যাবে এই ম্যাচটি।

নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। প্রথম গোলটি আত্মঘাতী হলেও পরেরটি করেছেন ব্রাজিলিয়ান রবিনিয়ো। আজকের ম্যাচটি যে সহজ হবে না তা বুঝতে পারছেন অস্কার ব্রুজন। বিশেষ করে বেঙ্গালুরু দলে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী সহ একাধিক খেলোয়াড় আছেন। যারা যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। 

তাই তো এই স্প্যানিশ কোচ ম্যাচের আগে বলেছেন, ‘বেঙ্গালুরু আমাদের কৌশলের পাল্টা জবাব দিতে অনেক উঁচুতে ডিফেন্স লাইন নিয়ে চাপ দিবে, উন্মুক্ত ম্যাচ খেলবে। তবে জিততে হলে আমাদের নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, প্রতিপক্ষকে ভুল করার জন্য হতাশ করতে হবে। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিততে হবে। আমরা জেতার জন্যই মাঠে নামবো।’

বসুন্ধরা প্রথম ম্যাচ জিতলেও বেঙ্গালুরু পারেনি। হেরেছে স্বদেশি এটিকে মোহনবাগানের কাছে। তারপরেও প্রতিপক্ষকে সমীহ করে সফল কোচ ব্রুজন বলেছেন, ‘বেঙ্গালুরুকে ছোট করে দেখা উচিত হবে না। খুবই বিপজ্জনক দল। বিশেষ করে সুনিল ছেত্রী, ক্লেইতন সিলভা, সুরেশ সিংয়ের মতো ফরোয়ার্ড এবং দুই জন শক্তিশালী সেন্টারব্যাক আছে। তবে, পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে আমি মনে করি না তারা শতভাগ ঠিক আছে এবং তাদের মাঝমাঠের অনিশ্চয়তাটুকুর কারণে তারা মোহনবাগানের কাছে হেরেছিল।’

বেঙ্গালুরুর জার্মান কোচ মার্কো পেজ্জাইওলি দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইছেন। বলেছেন, ‘এই ম্যাচে কোনও চাপা নিচ্ছি না। বসুন্ধরা লিগে ৫৫ গোল করে চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচে জিতেছে। এখন আমাদের তাদের বিপক্ষে ম্যাচ জিততে হলে সুযোগ তৈরি করতে হবে। গোল করতে হবে।’

আজকের ম্যাচে হারলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে বেঙ্গালুরু। তাই বসুন্ধরার বিপক্ষে লড়াইয়ের আভাসই মিলছে।

/টিএ/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত