X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

দেশে র‌্যাপিড পিসিআর মেশিন নেই, অনিশ্চয়তায় আমিরাত প্রবাসীরা

চৌধুরী আকবর হোসেন
২৪ আগস্ট ২০২১, ১০:৩০আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১১:০৩

বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র‌্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা না থাকায় ছুটিতে দেশে এসে অনিশ্চয়তায় পড়েছেন কয়েক হাজার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। আর র‌্যাপিড পিসিআর টেস্টের যন্ত্রপাতি না থাকায় সহসাই বিমানবন্দরে টেস্টের ব্যবস্থাও চালু হচ্ছে না। র‌্যাপিড পিসিআর টেস্টের মেশিন কেনার উদ্যোগ নিলেও সেটি ‘সময়সাপেক্ষ’ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

প্রায় তিনমাস ফ্লাইট নিষেধাজ্ঞার পর গেল ৪ আগস্ট বাংলাদেশসহ ছয় দেশের যাত্রীদের ট্রানজিট সুবিধা চালু করে সংযুক্ত আরব আমিরাত। তবে শর্ত দেওয়া হয়, ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টার মধ্যে র‌্যাপিড পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্টপ্রাপ্ত যাত্রীরা আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন। যদিও সেখানে গিয়ে আরও একবার তাদের করোনা পরীক্ষা করা হবে। আর এই শর্তে অনিশ্চয়তায় পড়েছেন ছুটিতে দেশে ফেরা কয়েক হাজার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।

জানা গেছে, কমপক্ষে ৬ হাজার প্রবাসী সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কাজে ফিরে যাওয়ার অপেক্ষায়। দ্রুত সমস্যার সমাধান না হলে অনেকের ভিসার মেয়াদ শেষ হলে কাজ হারাবেন বলেও দাবি তাদের।

দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র‌্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা করার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন আরব আমিরাত প্রবাসীরা। এরই মধ্যে বিভিন্ন জেলায় মানববন্ধনও করেছেন তারা। প্রবাসীরা প্রধানমন্ত্রীর কার্যায়ল, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েও স্মারকলিপি দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য আবারও মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

এদিকে, বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদফতরকে চিঠি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ২৩ আগস্ট এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, স্বাস্থ্য অধিদফতর থেকে আমরা এখনও চিঠির জবাব পাইনি। অনুমতি পেলে প্রয়োজনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে র‌্যাপিড পিসিআর ল্যাব বসাবো।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। কিন্তু আমাদের দেশে র‌্যাপিড পিসিআর টেস্ট করার কোনও সিস্টেম বা মেশিন নেই। এই ধরনের মেশিনের স্পেসিফিকেশনও আমাদের কাছে নেই। যেহেতু নেই, আমাদের মেশিন কেনার জন্য দরপত্র দেওয়া, ক্রয় প্রক্রিয়া, স্থাপন করা সব মিলিয়ে এটি সময়সাপেক্ষ বিষয়। হয়তো খুব দ্রুত সম্ভব হবে না, তবে আমরা এ মেশিন সংগ্রহ করবো।

আরও পড়ুন:

বিমানবন্দরে র‌্যাপিড টেস্ট ল্যাব স্থাপনের দাবি আমিরাত প্রবাসীদের

/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে তিন দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
সাত দিনে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ