X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় নারীর মাথা ন্যাড়া করে নির্যাতন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ২০:৫৯আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:১৫

পরকীয়ার সম্পর্কের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় এক বিধবা নারীকে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনা ঘটেছে। জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা এলাকায় ঘটনাটি ঘটে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে আটক করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল জেলার এক নারীর (৪৫) বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে। তার স্বামী মারা যাওয়ায় বর্তমানে বিধবা। স্বামীর বাড়িতে বসবাস করছিলেন তিনি। এরই মাঝে জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে মেরাজুলের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি মেরাজুলের স্ত্রী জেনে গেলে এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। গত ২২ জুলাই মেরাজুলের স্ত্রী ওই বিধবাকে তার বাবার বাড়ি বেড়তলায় আসার জন্য বলেন। সেখানে গেলে মেরাজুলের স্ত্রী ও তার শালি ও ভাইয়ের স্ত্রী মিলে ওই বিধবাকে মারধর করেন। এক পর্যায়ে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। এ সময় ঘটনাটি তারা ভিডিও করে রাখেন। সেই ভিডিও আজ ফেসবুকের একটি আইডি থেকে ভাইরাল হয়ে পড়ে।

ঘটনাটি জানতে পেরে অভিযুক্তদের ধরতে মাঠে নামে পুলিশ। বিকালে সরাইল উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ঘটনার মূল আসামি মেরাজুলের শালি (৩৫), মেরাজুল, তার স্ত্রী ও স্ত্রীর ভাইয়ের বউকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক অভিযান শুরু করি। এই ঘটনায় চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।’

ভুক্তভোগী বিধবা নারীকে খুঁজছে পুলিশ। তাকে পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তী সময়ে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা