X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বকেয়া পরিশোধ ও পাটকল চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

খুলনা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ২৩:৫৩আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০০:৩৭

খুলনার খালিশপুর ও দৌলতপুরসহ পাঁচটি রাষ্ট্রায়ত্ত পাটকলের অস্থায়ী দৈনিকভিত্তিক শ্রমিকদের পাওনা পরিশোধ এবং রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো অবিলম্বে চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে খালিশপুর ও দৌলতপুর জুট মিল কারখানা কমিটির উদ্যোগে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে দাবি করা হয়, বিজেএমসিভুক্ত পাঁচটি পাটকল (খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, জাতীয় জুট মিল, আর আর জুট মিল, কেএফডি জুট মিল)-এর প্রায় ১২ হাজার শ্রমিকের বকেয়াসহ সব পাওনা পরিশোধ এবং বন্ধ করা ২৫টি পাটকল চালু করা হোক। পাটকল বন্ধ হওয়ার আগ পর্যন্ত মিলের শ্রমিকরা মজুরি কমিশনের সব ধরনের সুযোগ-সুবিধা পেয়ে এসেছেন। কিন্তু পাটকল বন্ধের প্রায় ১৪ মাস অতিবাহিত হওয়ার পরও পাঁচটি মিলের শ্রমিকরা এরিয়ার টাকা পাননি। সরকার ঘোষিত দুই মাসের লকডাউনের টাকা থেকেও তারা বঞ্চিত হয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়, ‘২০০৯ সালে সংসদ নির্বাচনের সময় বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, নির্বাচিত হলে প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, দেশের কোনও শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না, বন্ধ সব শিল্প প্রতিষ্ঠান চালু করা হবে। অথচ বর্তমানে পাটকল বন্ধের পর থেকে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় শ্রমিকদের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত পাটকল পিপিপি, লিজ বা ব্যক্তি মালিকানায় নয়, রাষ্ট্রীয় মালিকানায় চালু ও আধুনিকায়ন করতে হবে।’

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন– খালিশপুর ও দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সভাপতি ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশীদ, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য খুলনা জেলা সমন্বয়ক রুহুল আমীন, কারখানা কমিটির সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন, আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক আবুবকর সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, শ্রমিকনেতা মো. তুষার, মোশাররফ হোসেন, আব্দুল আজিজ, সুমন প্রমুখ। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ