X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

হতে চেয়েছিলেন ক্রিকেটার, হলেন ফুটবলার, অতঃপর...

তানজীম আহমেদ
২৭ আগস্ট ২০২১, ১৭:৫০আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৭:৫২

শৈশব থেকে ঝোঁক ছিল ক্রিকেটে। শেরপুরের জি কে পাইলট প্রাথমিক স্কুলের হয়ে মাঠ মাতিয়ে বেড়াতেন। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতায় পেস বোলিংটা বেশ টানতো আতিকুজ্জামানকে।

২০০৯ সালের জানুয়ারি মাসে একদিন জেলা শহরের স্টেডিয়ামে স্থানীয় স্কুল ক্রিকেটের ফাইনাল দেখতে গিয়েছিলেন। সেখানকার জেলা ক্রীড়া সংস্থায় আবার সেদিন জেএফএ কাপের জন্য স্থানীয়দের মেডিক্যাল পরীক্ষা চলছিল। কৌতূহলবশত আতিকও অনেকটা অনুনয়-বিনয়ের পর পরীক্ষার লাইনে দাঁড়িয়ে যান। শেরপুরের দলে বাছাইও হয়ে গেলেন। সেই যে ক্রিকেট-স্বপ্ন বিলীন করে ফুটবলে নাম লেখালেন। এরপর তো ইতিহাস! জাতীয় বয়সভিত্তিক দলের সিঁড়ি ভেঙে এখন ২২ বছর বয়সী ডিফেন্ডার জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।

কিরগিজস্তানে তিন জাতির ফুটবলে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এই প্রতিযোগিতার জন্য জেমি ডের ঘোষিত ২৩ সদস্যের দলে আছেন আতিক। যদিও একাদশে জায়গা করে নেওয়াটা চ্যালেঞ্জের মোহামেডান ডিফেন্ডারের জন্য। জাতীয় দলে তার পজিশনে আছেন অভিজ্ঞ তপু বর্মন, রিয়াদুল হাসান রাফি, মেহেদী হাসান, বিশ্বনাথ ঘোষ ও কাজী তারিক রায়হান।

চ্যালেঞ্জটা অবশ্য নিচ্ছেন আতিক। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘কিরগিজস্তানে খেলার সুযোগ পেলে নিজের কাছেই ভালো লাগবে। তবে জাতীয় দলের এই পজিশনে যারা খেলছে বর্তমানে, তাদের অনেকে অনেক অভিজ্ঞ। সেরা একাদশে জায়গা পাওয়ার জন্য তাদের সঙ্গে লড়াই করতে পারাটাও আমার জন্য অনেক ভালো হবে। অনেক কিছু শিখতে পারবো। যেটা সামনের দিনগুলোতে কাজে লাগবে।’

২০১৫ সালে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে টাইব্রেকারে গোলও আছে এই আতিকের। মাঝে অনেক পথ পাড়ি দিয়ে ২০১৭ সালে আরামবাগ ক্রীড়া সংঘ দিয়ে প্রিমিয়ার লিগে অভিষেক তার। দুই বছর পর পা রাখেন ঐতিহ্যবাহী দল মোহামেডানের আঙিনায়। শন লেনের অধীনে নিজেকে মেলে ধরছেন নিয়মিত।

মোহামেডান ডিফেন্ডার আতিকুজ্জামান ক্লাব সতীর্থ অনেকে জাতীয় দলে আগেই সুযোগ পেলেও আতিকের ভাগ্য খুলতে সময় লেগেছে। বয়সভিত্তিক দলগুলোতে খেললেও এবারই প্রথম জেমি ডের গুড বুকে জায়গা হয়েছে। যদিও এ নিয়ে আক্ষেপ নেই শেরপুরের ফুটবলারের, ‘আমি ধৈর্য ধরে আছি। জেএফএ কাপ খেলার পর নিজের এলাকায় একসময় অনুশীলনের জন্য নিরুপায় হয়ে এক কোচের কাছ থেকে বলও চুরি করেছিলাম। সেই কথা এখনও মনে পড়ে। আসলে চেষ্টা করে যাচ্ছি নিজেকে প্রমাণের। জানতাম কষ্ট করলে ফল পাবোই। এখন সামনের দিকে আরও ভালো করে এগিয়ে যেতে হবে।’

জাতীয় দলে সুযোগ প্রাপ্তির খবর বাড়িতে আগেই পৌঁছে গেছে সবাই অনেক খুশি। তবে প্রয়াত বাবাকে অনুভব করেন আতিক এখনও, ‘২০১৩ সালে স্ট্রোকে বাবা মারা যান। দুই ভাই ও মাকে নিয়ে সংসার। বাবা বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন। তবে ফুটবল খেলে সংসারের হাল ধরেছি। এটা আমার কাছে আনন্দের।’

তবে ফুটবলের জন্য একবার বিমানবাহিনীতে মেডিক্যাল পরীক্ষায় অংশ নেননি। কারণ ফুটবলেই তার পূর্ণ মনোযোগ। ভালোবাসার জায়গাও। আর সেই ভালোবাসার পথে কাঙ্ক্ষিত লক্ষ্যের পথে আতিকের এগিয়ে চলা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন