X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আগে যেতে চেয়ে রেললাইনে আটকা পড়েন চালক-হেলপার

মাসুদ আলম, কুমিল্লা
২৯ আগস্ট ২০২১, ২২:০৮আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২২:০৮

কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে পিকআপভ্যানের চালক ও হেলপারের ভুলের কারণে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। লেভেল ক্রসিংয়ের বেরিয়ার উঠিয়ে পার হওয়ার সময় বিকল হয়ে পড়ে পিকআপ। গাড়িতে অতিরিক্ত সবজিবোঝাই ছিল। পরে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়া পিকআপকে ধাক্কা দেয়।

স্থানীয়রা জানান, শনিবার রাতে দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি। এতে বন্ধ হয়ে যায় ঢাকা ও সিলেট রেল যোগাযোগ। প্রায় সাত ঘণ্টা পর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। সকাল ৯টা ১৫ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস কুমিল্লা রেলস্টেশন অতিক্রম করলে গেটকিপার লেভেল ক্রসিংয়ে বেরিয়ার দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। সড়কের পূর্ব পাশের বেরিয়ার ফেলে গেটকিপার পশ্চিম পাশের বেরিয়ার ফেলতে যান। এরই ফাঁকে আগেভাগে যেতে পিকআপের হেলপার বেরিয়ার উঠিয়ে দিলে অতিরিক্ত সবজিবোঝাই গাড়ি নিয়ে চালক রেললাইনের মাঝে আটকা পড়েন। 

লেভেল ক্রসিংয়ের বেরিয়ার উঠিয়ে পার হওয়ার সময় বিকল হয়ে পড়ে পিকআপ

পরে বিকল হয়ে পড়া পিকআপকে দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় মহানগর এক্সপ্রেস। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ঢাকা ও সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। শনিবার রাত ২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইন স্বাভাবিক করা হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়। 

তিনি আরও বলেন, এই ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাসকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ হলে দুর্ঘটনায় কার অবহেলা ছিল তা জানা যাবে।

/এএম/
সম্পর্কিত
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
রাজধানীতে বাস, ট্রেন ও সিএনজির ধাক্কায় প্রাণ গেলো ৩ জনের
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!