X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পাসপোর্ট অফিস মনিটরিংয়ে দালালরা বসিয়েছেন সিসি ক্যামেরা !

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৪

দালালদের উৎপাত বন্ধে যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করছে, সেখানে পাসপোর্ট অফিসে মনিটরিংয়ে সিসি ক্যামেরা বসিয়েছেন দালালরা। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে এমন ঘটনা ঘটেছে। 

তবে বিষয়টি অস্বীকার করেছেন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। তাদের দাবি পাসপোর্ট অফিসের আঙিনায় কেউ সিসি ক্যামেরা বসায়নি। পাসপোর্ট অফিসের আঙিনায় কর্তৃপক্ষ সিসি ক্যামেরা বসিয়েছে। তাই অন্যদের বসানোর সুযোগ নেই।

যদিও বাস্তবে দেখা গেছে পাসপোর্ট অফিসের পাশে ‘এখানে পাসপোর্টের ব্যাংক ফি নেওয়া হয়’ সাইনবোর্ড সংবলিত একটি অফিস আছে। এই অফিস থেকে পাসপোর্ট অফিসের সামনে বসানো একাধিক সিসি ক্যামেরা পরিচালনা করা হচ্ছে। এসব ক্যামেরায় কারা পাসপোর্ট অফিসে আসা-যাওয়া করছে তার মনিটরিং চলছে। 

এ বিষয়ে জানতে পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মাসুম হাসানের মোবাইলফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

পরে পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মো. মোস্তাগীর আলমের মোবাইলফোনে কল করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাসপোর্ট অফিসের আঙিনায় কেউ সিসি ক্যামেরা বসায়নি। অফিসের অভ্যন্তরে আমাদের একাধিক সিসি ক্যামেরা আছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওরা পাসপোর্ট অফিস থেকে আধা কিলোমিটার দূরে ওদের অফিসের সামনে সিসি ক্যামেরা বসিয়েছে। সেখান থেকে পাসপোর্ট অফিস মনিটরিং করা সম্ভব নয়।

খোঁজ নিয়ে জানা যায়, ‘এখানে পাসপোর্টের ব্যাংক ফি নেওয়া হয়’ এই অফিসের মাধ্যমেই দালালদের একটি বড় অংশ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই অফিসের মাধ্যমে বর্তমানে পুরো পাসপোর্ট অফিস নিয়ন্ত্রণ করে একরামুল হক জুয়েল, মুজিবুল হক সোহেল, কামরুল ইসলাম, জামাল উদ্দিন (চন্দনাইশ), নাছির উদ্দিন (বাঁশখালী), কানাই চক্রবর্তী ওরফে কানু বাবু, মোরশেদ ও উত্তম। 

এখান থেকে দালালদের দেওয়া ‘বিশেষ’ বা ‘সাংকেতিক’ চিহ্ন ছাড়া পাসপোর্টের আবেদন জমা নেন না কর্মকর্তারা। তাদের বাদ দিয়ে ব্যক্তিগতভাবে পাসপোর্ট করতে গেলে এখানে পদে পদে হয়রানির শিকার হতে হয়। 

এ সর্ম্পকে জানতে চাইলে মোস্তাগীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, দালাল ছাড়া পাসপোর্ট করা যায় না এটি ভুল। আবেদনকারী ছাড়া পাসপোর্ট অফিসে অন্য কেউ আবেদনপত্র জমা দিতে পারেন না। তার মানে যারা পাসপোর্ট করতে আসে তারা সবাই ব্যক্তিগতভাবেই আবেদন করেন, এই ক্ষেত্রে তারা অন্য কারো সহযোগিতা নিলে আমাদের কিছু করার নেই।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের