X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১২০ কোটি ডোজ অতিরিক্ত টিকা ধনী দেশগুলোর কাছে

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২২:১৩
image

নতুন এক বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই বছরের শেষ নাগাদ ধনী দেশগুলোর কাছে প্রয়োজনের অতিরিক্ত টিকা থাকবে প্রায় ১২০ কোটি ডোজ। এসব টিকার বড় অংশই অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোতে অনুদান দেওয়ার কোনও পরিকল্পনা তাদের নেই।

তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান এয়ারফিনিটি’র নতুন জরিপে দেখা যাচ্ছে, বর্তমানে পশ্চিমা দেশগুলোর কাছে টিকা রয়েছে প্রায় ৫০ কোটি ডোজ। এরমধ্যে ৩৬ কোটি ডোজ টিকা কোথাও অনুদান দেওয়ার পরিকল্পনা তাদের নেই। এ বছরের শেষ নাগাদ এসব দেশের কাছে মজুত থাকবে ১২০ কোটি ডোজ টিকা। এরমধ্যে ১০৬ কোটি ডোজই অনুদানের পরিকল্পনা তাদের নেই।

এয়ারফিনিটির পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রকাশ হবে ৭ সেপ্টেম্বর। এ প্রতিবেদনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা ও জাপানে টিকার সরবরাহকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্বের বহু প্রখ্যাত স্বাস্থ্য সংস্থা এবং কর্মকর্তা বিশ্বজুড়ে টিকা বৈষম্য নিয়ে সমালোচনা করেছেন। এই বৈষম্য নিরসনে জাতিসংঘের উদ্যোগে টিকা বণ্টন উদ্যোগ কোভ্যাক্স যাত্রা করে। প্রাথমিকভাবে এই উদ্যোগের লক্ষ্য ছিল এই বছরের শেষ নাগাদ ১৯০টি দেশে দুইশ’ কোটির বেশি ডোজ টিকা সরবরাহ। এর মাধ্যমে বিশ্বের অন্তত ২০ শতাংশ মানুষের জন্য টিকা প্রাপ্তির লক্ষ্য ছিল তাদের।

তবে ধনী দেশগুলো নিজেরাই টিকা উৎপাদকদের সঙ্গে চুক্তি করতে থাকায় কোভ্যাক্স টিকা কম পায়। এরপর ধনী দেশগুলো টিকা মজুতও শুরু করে।

জি-২০ গ্রুপের স্বাস্থ্যমন্ত্রীদের এক বৈঠকে রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, বিশ্বজুড়ে টিকা বৈষম্য গ্রহণযোগ্য নয়। বিশ্বজুড়ে পাঁচশ’ কোটির বেশি ডোজ টিকা প্রয়োগ হয়েছে জানিয়ে তিনি বলেন, এর ৭৫ শতাংশই হয়েছে মাত্র ১০টি দেশে। আফ্রিকায় মাত্র দুই শতাংশ মানুষকে টিকা দেওয়া গেছে বলেও জানান তিনি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ