X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

নাশকতার মামলায় জামায়াতের ২৮ নেতাকর্মী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩২

নাশকতার মামলায় নীলফামারীর ডোমারের তিনটি ইউনিয়নের জামায়াতের আমিরসহ ২৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই মামলার ৩০ জন চার্জশিটভুক্ত পলাতক আসামির বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকারের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত ২৮ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

ওই আদালতের পাবলিক প্রসিকিউর (পিপি) অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ৩০ জন আসামির মধ্যে জামায়াতকর্মী আশিকুর রহমান ও ইনছান আলীকে শারীরিক অসুস্থতার কারণে আদালত জামিন দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ডোমার উপজেলা সদর ইউনিয়ন, জোড়াবাড়ি ইউনিয়ন এবং পাঙ্গা মটকপুর ইউনিয়নের জামায়াতের আমির যথাক্রমে আব্দুল কুদ্দুস, লিয়াকত আলী ও আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে নাশকতা করা হয়।

ঘটনার দিন রাতেই সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) ৬(২) ধারায় ডোমার থানার এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে নাম উল্লেখ করে ২২ জনসহ অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে একই বছরের ৮ ডিসেম্বর আদালতে ৭৯ জনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ৩০ জন আসামি গ্রেফতার হয়ে ছয় মাস কারাবাসের পর আদালত কর্তৃক জামিন পান।

উল্লেখ্য, পলাতক ৪৯ জন আসামির মধ্যে সোমবার ৩০ জন আত্মসমর্পণ করে আদালতের কাছে জামিন আবেদন করলে আদালত অসুস্থতাজনিত কারণে দুই জনকে জামিন ও বাকি ২৮ জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এই মামলায় এখনও ২১ জন আসামি পলাতক রয়েছেন বলে জানান পিপি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়।

/এমএএ/
সম্পর্কিত
মব সন্ত্রাস ছেড়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াতের
দেশ কোনও দুর্বৃত্তের হাতে বন্দি হয়ে যাক এটা আমরা চাই না: জামায়াত আমির
যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে আমাদের লড়াই চলবে: ডা. শফিকুর রহমান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে