X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘তামিমের বিকল্প বাংলাদেশে এখনও আসেনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:০২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নির্বাচকদের পরিকল্পনার খুব ভালো করেই ছিলেন তামিম ইকবাল। কিন্তু ১ সেপ্টেম্বর হুট করে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন দেশসেরা এই ওপেনার। ফলে তাকে বাদ দিয়েই পরিকল্পনা করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তামিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব পূরণ করা কি সম্ভব? সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মতে, তামিমের না থাকাটা দলের জন্য বড় ঘাটতি।

নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় পাইলট জানিয়েছেন, তামিমের বিকল্প বাংলাদেশের ক্রিকেটে এখনও আসেনি, ‘তামিমের না থাকাটা বাংলাদেশের জন্য বড় ধরনের ঘাটতি। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তামিমের বিকল্প বাংলাদেশে এখনও আসেনি। মুশফিকের কিপিং হয়তো অতটা মিস করবে না, যদি সোহান (নুরুল হাসান) বা লিটন (দাস) কিপিং করে। মুশফিকের ব্যাটিং খুবই গুরুত্বপূর্ণ। তামিম থাকলে আরও ভালো হতো।’

হাঁটুর ইনজুরিতে তিনটি টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তামিম। এর আগে পারিবারিক কারণে নিউজিল্যান্ডে খেলেননি এই ওপেনার। তবে ইনজুরি কাটিয়ে এই মাসেই তার ফেরার কথা। বিশ্বকাপে নির্বাচকদের ভাবনাতেও ছিলেন। কিন্তু তার সরে যাওয়াতে ওপেনিংয়ে লিটন-সৌম্য-নাঈমদের ওপর আস্থা রাখতে হবে।

যদিও সম্প্রতি তাদের পারফরম্যান্স প্রত্যাশামতো নয়। অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও ব্যাট হাতে ভালো করতে পারছেন না ওপেনাররা। পাইলট তাই মনে করেন, বিশ্বকাপ প্রস্তুতির আগে ফ্লাট উইকেট বানিয়ে ব্যাটসম্যানদের রানে ফেরানো জরুরি, ‘বিশ্বকাপ প্রস্তুতির এখনও একমাস আছে। এখন সিরিজগুলো খুব গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভালোভাবে জেতা দরকার। তারপর পরবর্তী একমাসে ঘাটতিগুলো পূরণ করতে হবে। ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসী করতে স্পিন পিচ থেকে বেরিয়ে এসে ফ্লাট পিচে কিছু অনুশীলন ম্যাচ খেলে ব্যাটিং ঝালিয়ে নিতে হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা