X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারের অস্বাভাবিক দাম: তিন কোম্পানিকে সতর্ক করলো ডিএসই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি দেশবন্ধু পলিমার, বাংলাদেশ সাবমেরিন কেবলস ও সমতা লেদারের শেয়ারের দাম  অস্বাভাবিকভাবে বাড়ার কারণে প্রতিষ্ঠান তিনটিকে সতর্ক করেছে  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে বিনিয়োগকারীদেরও সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠান তিনটির বিষয়ে সতর্কবার্তা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

ডিএসই জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ৮ সেপ্টেম্বর দেশবন্ধু পলিমারকে নোটিশ করা হয়। বাংলাদেশ সাবমেরিন কেবলস ও সমতা লেদারকে নোটিশ করা হয় আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর)।

দেশবন্ধু পলিমার

গত ৫ মে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৯ টাকা ৮০ পয়সা, ৮ সেপ্টেম্বর লেনদেন হয়েছে ২৫ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ তিন মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৫ টাকা ৫০ পয়সা বা ১৫৮ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৯ ও ২০১৮ সালেও কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয়।  আর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৯ মাসের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান করেছে ৩৩ পয়সা।

বাংলাদেশ সাবমেরিন কেবলস

গত ৪ এপ্রিল এই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১৪৮ টাকা। ৮ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ২২১ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ চার মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৭০ টাকা ৭০ পয়সা বা ৫০ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৯ সালে ১৬ শতাংশ, ২০১৮ সালে ৫ শতাংশ, ২০১৭ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৯ মাসের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা করেছে ৭ টাকা ৫৭ পয়সা।

সমতা লেদার

গত ২৭ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ার দাম ছিল ৬৯ টাকা ৭০ পয়সা।  ৮ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়ায় ১২২ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ দুই মাসের কম সময়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫৩ টাকা বা ৭৬ শতাংশ।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।  সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের ব্যবসায় কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১ পয়সা।

/জিএম/এমএস/
সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা