স্মার্টফোন বা ক্যামেরা কোনোটাই হাতে নিতে হচ্ছে না। তারপরও উঠছে ছবি, চলছে ভিডিও ধারণের কাজ। ব্যবহারকারীদের এ ধরনের ভিন্ন অভিজ্ঞতা দিতে নতুন ডিভাইস বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুক।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নতুন ধরনের চশমা বাজারে ছেড়েছে ফেসবুক। অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বিনিয়োগের অংশ হিসেবে এই ডিভাইস বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের ব্যতিক্রমী চশমার নাম ‘রে-ব্যান স্টোরিজ’।
ফেসবুক অন্য একটি প্রতিষ্ঠানকে নিয়ে যৌথভাবে ‘রে ব্যান স্টোরিজ’ তৈরি করেছে। এটি দিয়ে ছবি তোলা এবং ভিডিও করা যায়। চশমাটিতে যুক্ত আছে স্পিকার। ফলে এটি দিয়ে কল করা এবং গান শোনা যাবে। চশমাটি ভয়েস কমান্ড মেনে কাজ করতে সক্ষম।
নতুন এই ডিভাইস বাজারে আসার পর থেকে আলোচনা-সমালোচনা চলছে। সমালোচকরা বলছেন, এই ডিভাইস মানুষের ব্যক্তিগত গোপনীয়তাকে হুমকির মধ্যে ফেলবে। তবে ফেসবুক বলছে, সবকিছু বিবেচনায় রেখেই ডিভাইসটি তৈরি করা হয়েছে।