X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘বিএনপি-জামায়াত আমাদের চেয়ে শক্তিশালী না’

সাতক্ষীরা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৮

আওয়ামী লীগ নেতাকর্মীরা একত্রিত হলে কেউ রুখতে পারবে না বলে মন্তব্য করছেন দলটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।

তিনি বলেছেন, ‘আমরা একত্রিত থাকলে কারও সাধ্য নেই আওয়ামী লীগের কথা না শোনার। আমরা একত্রিত হলে আমাদের কেউ রুখতে পারবে না। বিএনপি-জামায়াত আমাদের চেয়ে শক্তিশালী না। কিন্তু তারা আমাদের দুর্বলতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায়। আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে দলের তরুণ ও উদীয়মানদের কাজে লাগাতে হবে। আগামী দিনে জাতীয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সব নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে।’

শনিবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের কামনা নগরের একটি কনভেনশন সেন্টারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পরিচিতি ও প্রথম বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আ ফ ম রুহুল হক বলেন, ‘ভেদাভেদ যাতে কাজে না লাগাতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। শত্রুকে চিনলে এবং দূরে রাখতে পারলে আওয়ামী লীগ সুসংগঠিত হবে। সেই ভূতেরা আবারও আশপাশে ঘোরাফেরা করছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সুসংগঠিত না থাকতে পারলে, সেই ভূতেরা আবারও আমাদের মাথায় চেপে বসবে। দেশের একমাত্র জেলা, যেখানে আওয়ামী লীগের কমিটি আছে কিন্তু কোনও অফিস নেই। বর্তমান কমিটির প্রধান কাজ হবে আওয়ামী লীগের নিজস্ব অফিস তৈরি করা। সবার অংশগ্রহণে খুব দ্রুত জেলা আওয়ামী লীগের অফিস তৈরির কাজ শুরু হবে বলে আশা করি।’

অনুষ্ঠানে একাধিক বক্তার দাবির প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক স্থায়ী অফিসের কাজ দ্রুত শুরু হবে বলে জানান।

পরিচিতি ও বর্ধিত সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে দলটির জেলা ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে দফতর সম্পাদক শেখ হারুন উর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

/এফআর/
সম্পর্কিত
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বশেষ খবর
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না