X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

টেক্সিবিশন ইনোভেশন চ্যালেঞ্জে দ্বিতীয় রানার আপ হাবিপ্রবি’র টিম

হাবিপ্রবি সংবাদাতা
১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:০২

বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলভিত্তিক সামাজিক সংস্থা ‘রোবো আড্ডা’ আয়োজিত ‘টেক্সিবিশন-২০২১ প্রজেক্ট শোকেসিং’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) টিম রিস্ক ব্রেকার'স। শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে টেক্সিবিশন ইনোভেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। টেক্সিবিশন প্রজেক্টে তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করে এই সফলতা অর্জন করে হাবিপ্রবি শিক্ষার্থীদের টিম রিস্ক ব্রেকার'স।

প্রতিযোগিতায় পাঁচ সদস্যের টিমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন হাবিপ্রবির ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মুজতবা রাফিদ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র রাকিবুল হাসান, মাহবুব হাসান, মো. মশিউর রহমান এবং হাসান মারুফ লিমন।

টিম রিস্ক ব্রেকার'স এর এই অর্জনে অনুভূতি জানতে চাইলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহবুব হাসান বলেন, ‘আমাদের টিমের জুনিয়রদের এটিই প্রথম অংশগ্রহন এবং প্রথম অর্জন। সময় স্বল্পতার মধ্যেও পরীক্ষা এবং ক্লাসের সময়ের ফাঁকে ফাঁকে টিম মেম্বারেরদের সাথে মিটিং করে সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। জাতীয় পর্যায়ে এত বড় একটি প্লাটফর্মে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করতে পারায় আমরা অনেক আনন্দিত।’

মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে মানবতার সাহায্যে এগিয়ে আসার জন্য নানা ধরনের ধারণা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির (বিএইচটিপিএ) পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে ছিল ১ লাখ টাকা। টিম রিস্ক ব্রেকার'স দ্বিতীয় রানারআপ হওয়ায় পুরস্কার হিসেবে পেয়েছে ১০ হাজার টাকা।

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে দুটি সেগমেন্ট। সেগমেন্ট ‘জুনিয়র আইনস্টাইন’ স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য এবং সেগমেন্ট ‘ইনোভেশন চ্যালেঞ্জ’ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি