X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

দুই গোল পাবেন, আশা করেননি রোনালদো!

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৮

ক্রিস্তিয়ানো রোনালদো মানে গোলের মেলা। যেই দলেই খেলেছেন, গোলের ফুলঝুরি দেখেছে দর্শক-সমর্থকরা। নতুন করে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার ম্যাচটিও আলোকিত করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তার পুনরায় অভিষেকের দিনে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। চার গোলের দুটিই এসেছে রোনালদোর পা থেকে। অথচ ৩৬ বছর বয়সী তারকা বলছেন, ফেরার ম্যাচে দুই গোল পাবেন, তা চিন্তাও করেননি!

নিউক্যাসলের বিপক্ষে ম্যানইউর প্রথম দুটি গোলই ছিল রোনালদোর। ঘরের ছেলে ঘরে ফেরায় ওল্ড ট্র্যাফোর্ডে গ্যালারি ভর্তি দর্শক-সমর্থকরা এক অন্যরকম আনন্দে মেতে উঠেছিলেন। ম্যাচশেষে পর্তুগিজ তারকা বলেছেন, ‘আমি দুই গোল পাবো, আশা করিনি। মনে করেছিলাম একটি পাবো। সেখানে দুটি পেয়েছি। এটা আমার জন্য অবিশ্বাস্য মুহূর্ত।’

অবশ্য ঘরের ছেলে হয়েও শুরুর আগে নার্ভাস ছিলেন সিআর সেভেন। সেই সময়ের অনুভূতি নিয়ে তিনি বলেছেন, ‘এটা অবিশ্বাস্য। যখন আমি খেলা শুরু করেছিলাম, তখন অনেক নার্ভাস ছিলাম। শপথ করে বলছি। আমাকে যেভাবে বরণ করে নেওয়া হয়েছে তা অবিশ্বাস্য। তবে আমি এখানে এসেছি ম্যাচ জিততে। ক্লাবকে সাহায্য করতে।’

এখন ম্যানইউকে নিজের সেরাটা দেওয়ার পরিকল্পনা রোনালদোর, ‘চিন্তা করছিলাম যে, ভালো খেলে দলকে সাহায্য করতে পারবো। আমি গর্বিত। দলকে যে সাহায্য করার সামর্থ্য আমার আছে, সেটা দেখাতে চাই। সবাই জানে ইংল্যান্ডের ফুটবল একটু ভিন্ন ধরনের। যে কারণে এখানে আবার ফিরেছি।’

ম্যানইউর বর্তমান কোচ ওলে গানার সুলশার একসময় রোনালদোর সতীর্থ ছিলেন। সেই সুলশার রোনালদোর দুই গোল দেখে বলেছেন, ‘আমি ক্রিস্তিয়ানোর পারফরম্যান্সে খুশি। দলের পারফরম্যান্সেও। রোনালদো বিশেষ একজন ও বিশেষ খেলোয়াড়। এমনকি ক্লাবের ইতিহাসেও।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি