X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কথিত বন্ধুর বিরুদ্ধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:০৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১২

নোয়াখালীতে বেড়াতে নেওয়ার কথা বলে এক গৃহবধূকে (২৫) তার কথিত বন্ধুসহ চার জন সংঘবদ্ধ ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে সোমবার দুপুরে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি ওই নারীর কথিত বন্ধু রাকিবকে (২৫) গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, জেলার সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা ওই গৃহবধূর সঙ্গে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চর রমিজ গ্রামের আনোয়ারুল হকের ছেলে মো. রাকিবের (২৫) পরিচয় ছিল। পরিচয়ের সূত্র ধরে রাকিব তাকে রবিবার বিকালে নোয়াখালী সদরের ধর্মপুর গ্রামের নোফেল ড্রিম ওয়ার্ল্ড পার্কে বেড়াতে নিয়ে যান। সেখানে দিনভর ঘুরে সন্ধ্যা সাড়ে ৬টায় রাকিব তাকে ধর্মপুর গ্রামের ইব্রাহিম মেম্বারের মৎস্য খামারে যান। সেখানে প্রথমে রাকিব ধর্ষণ করেন। এরপর তার বন্ধু মামুন (২৫), জুয়েল (২৭) ও সাইফ উদ্দিন (২৮) ধর্ষণ করে পালিয়ে যান। খবর পেয়ে, সুধারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং রবিবার রাতে অভিযান চালিয়ে প্রধান আসামি রাকিবকে আটক করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘ধর্ষণের শিকার নারী ও তার কথিত বন্ধু উভয়েই বিবাহিত। তার পরেও তারা প্রেম করছিল। ওই প্রেমের সূত্র ধরে রাকিব ওই নারীকে বেড়াতে নিয়ে গিয়ে তিন বন্ধুসহ ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী নারী চার জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে। পুলিশ অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে নথিভুক্ত করে। মামলার প্রধান আসামি রাকিবকে গ্রেফতার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাকি তিন আসামিকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন