X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আবাসিক মাদ্রাসার ৩ ছাত্রী নিখোঁজ, আটক চার শিক্ষক

জামালপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৭

জামালপুরের ইসলামপুরের গোয়ালেরচর দারুত তাক্কওয়া আবাসিক মহিলা মাদ্রাসার তিন ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাদ্রাসার চার শিক্ষককে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে মাদ্রাসাটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

নিখোঁজ তিন ছাত্রী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গত রবিবার ভোরে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় তারা। এ ঘটনায় সোমবার বিকালে মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মাওলানা মো. আসাদুজ্জামান ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতুর পুর্বপাড়ের বাংলাবাজার এলাকার দারুত তাক্কওয়া মহিলা মাদ্রাসার ওই ছাত্রীরা শনিবার রাতে আবাসিক কক্ষে ঘুমিয়ে পড়ে। রবিবার ভোরে ফজরের নামাজের জন্য ছাত্রীদের ঘুম থেকে ডেকে তোলেন শিক্ষকরা। অন্য ছাত্রীদের মতোই ওই তিনজনও নামাজের প্রস্তুতি নেয়। কিন্তু নামাজের পর থেকে তারা নিখোঁজ।

গোয়ালেরচর ইউনিয়ন বিট পুলিশের তদারকি কর্মকর্তা ও ইসলামপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) মাহমুদুল হাসান মোড়ল বলেন, তিন ছাত্রী নিখোঁজের পরদিন থানায় জিডি করেছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। 

নিখোঁজ এক ছাত্রীর মা বলেন, মেয়েকে ১৫ দিন আগে মাদ্রাসায় রেখে আসেন তিনি। রবিবার দুপুরে মাদ্রাসার হুজুরের মাধ্যমে জানতে পারেন, তার মেয়েকে পাওয়া যাচ্ছে না।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, নিখোঁজ ছাত্রীদের সন্ধানে পুলিশ সার্বিক চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামানসহ চারজন শিক্ষককে থানায় আনা হয়েছে। আটক অন্য তিন শিক্ষক হলেন- রাবেয়া আক্তার, শুকরিয়া আক্তার ও ইলিয়াস হোসেন। মাদ্রাসার পাঠদান আপাতত বন্ধ। 

/এসএইচ/
সম্পর্কিত
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
লেকে ভাসছিল ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন