X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আবাসিক মাদ্রাসার ৩ ছাত্রী নিখোঁজ, আটক চার শিক্ষক

জামালপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৭

জামালপুরের ইসলামপুরের গোয়ালেরচর দারুত তাক্কওয়া আবাসিক মহিলা মাদ্রাসার তিন ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাদ্রাসার চার শিক্ষককে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে মাদ্রাসাটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

নিখোঁজ তিন ছাত্রী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গত রবিবার ভোরে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় তারা। এ ঘটনায় সোমবার বিকালে মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মাওলানা মো. আসাদুজ্জামান ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতুর পুর্বপাড়ের বাংলাবাজার এলাকার দারুত তাক্কওয়া মহিলা মাদ্রাসার ওই ছাত্রীরা শনিবার রাতে আবাসিক কক্ষে ঘুমিয়ে পড়ে। রবিবার ভোরে ফজরের নামাজের জন্য ছাত্রীদের ঘুম থেকে ডেকে তোলেন শিক্ষকরা। অন্য ছাত্রীদের মতোই ওই তিনজনও নামাজের প্রস্তুতি নেয়। কিন্তু নামাজের পর থেকে তারা নিখোঁজ।

গোয়ালেরচর ইউনিয়ন বিট পুলিশের তদারকি কর্মকর্তা ও ইসলামপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) মাহমুদুল হাসান মোড়ল বলেন, তিন ছাত্রী নিখোঁজের পরদিন থানায় জিডি করেছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। 

নিখোঁজ এক ছাত্রীর মা বলেন, মেয়েকে ১৫ দিন আগে মাদ্রাসায় রেখে আসেন তিনি। রবিবার দুপুরে মাদ্রাসার হুজুরের মাধ্যমে জানতে পারেন, তার মেয়েকে পাওয়া যাচ্ছে না।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, নিখোঁজ ছাত্রীদের সন্ধানে পুলিশ সার্বিক চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামানসহ চারজন শিক্ষককে থানায় আনা হয়েছে। আটক অন্য তিন শিক্ষক হলেন- রাবেয়া আক্তার, শুকরিয়া আক্তার ও ইলিয়াস হোসেন। মাদ্রাসার পাঠদান আপাতত বন্ধ। 

/এসএইচ/
সম্পর্কিত
মস্কোয় কনসার্টে হামলা: এখনও নিখোঁজ ৯৫
এমএইচ ৩৭০ নিখোঁজের দশ বছর, কী ঘটেছিল সেদিন?
তেজগাঁও রেলস্টেশনে পড়ে ছিলেন সাবেক তারকা ফুটবলার মহসিন!
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা