X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭

নামসর্বস্ব বিভিন্ন কোম্পানি খুলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরির প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের প্রলুব্ধ করে নিয়োগপত্র দেওয়ার সঙ্গে জড়িত থাকায় দুজনকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো নামসর্বস্ব আস্থা গেটওয়ে লিমিটেডের কথিত চেয়ারম্যান আল আমিন (৪৮),কথিত ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশিদ বাদল। এ সময় তাদের কাছ থেকে ইমেক্স ম্যানপাওয়ার রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ লিমিটেডের ২৪টি ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন চাকরিপ্রার্থীদের আবেদন, চাকরি প্রার্থীদের নিবন্ধন ফরম, বায়োডাটা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মালিবাগ সিআইডি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, তারা বিভিন্ন সময় চাকরির প্রলোভন দেখিয়ে চটকদার বিজ্ঞাপন দিতো। প্রার্থীরা যোগাযোগ করলে নিয়োগপত্র দেওয়া হবে বলে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে চক্রটি। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা চাকরির নিয়োগ সংক্রান্ত কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

তিনি আরও বলেন, তারা ভুয়া কোম্পানি খুলে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞাপন দিতো। এরপর আগ্রহীরা যোগাযোগ করলে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। কখনও কখনও ভুয়া নিয়োগপত্র দিয়েছে এই চক্রটি।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়