X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মুশফিকের মোহামেডান যাত্রা যেভাবে দেখছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪১

মুশফিকুর রহিমকে অধিনায়ক করে গত মৌসুমে আবাহনী দল গঠন করেছিল। তবে এক মৌসুম খেলেই মুশফিক চুক্তিবদ্ধ হয়েছেন মোহামেডানে। এই উইকেটকিপারের চলে যাওয়াকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন আবাহনীর কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস।

‘এটা তাদের ব্যাপার। মোহামেডানের প্রস্তাবটা যদি ভালো লাগে, তাহলে তারা সেখানে যেতে পারবে। সেই সুযোগটা তাদের আছে। দেখেন মুশফিককে কিন্তু আমরা চাই। কিন্তু আমাদের চেয়েও কেউ যদি তাকে ভালো প্রস্তাব দেয় তাহলে সে তো সেটা নিয়ে নেবে।।’- আজ (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমকে বলেছেন জামাল ইউনুস।

সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ আগে থেকেই ছিলেন মোহামেডানে। নতুন করে যুক্ত হয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। তামিম বাদে তারকা ক্রিকেটার সব মোহামেডানে। এমন অবস্থায় আবাহনী কী ভাবছে, আসন্ন মৌসুমে কেমন দল গড়ার পরিকল্পনা তাদের- এসব নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে বেশ কৌতূহল। যদিও তরুণ ক্রিকেটারদের ওপরই আবাহনী আস্থা রাখছে বলে জানিয়েছেন জালাল ইউনুস।

আবাহনীর দল গঠন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে বলে জানালেন তিনি, ‘যতদূর জানি, আবাহনীর দল করা আছে। আমি যেটুকু জেনেছি আর কী। আমরাও গুছিয়ে নিয়েছি, আমাদের যে সব খেলোয়াড় দরকার, আমরা তাদের রেখেছি।’

তরুণ ক্রিকেটারদের নিয়েই আবাহনী আসন্ন মৌসুমের দল গঠন করবে। সাম্প্রতিক সময়ে যে সব তরুণ ক্রিকেটার ফর্মে আছেন, তাদের ওপরই আস্থা রাখবে আবাহনী। জালাল ইউনুসের ভাষায়, ‘আমাদের এখানে তরুণ খেলোয়াড়ই বেশি থাকবে, যেটা আমি জানি। আমরা দল প্রায় গুছিয়ে নিয়েছি। যারা ক্রমাগত পারফরম্যান্সের ভেতর রয়েছে তাদেরই দলে নিয়েছি। যারা সবসময় লিগে ভালো রান করে, আমরা তাদের নিয়েই আল্লাহর রহমতে ভালো করবো।’

তরুণ দল নিয়েও চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী জালাল ইউনুস, ‘আমরা কিন্তু আগেও সেরা দল বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা সবসময় কাগজে-কলমে তিন নম্বর দল বানিয়েছি, এক নম্বর না। কিন্তু তারপরও কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এর একটা না, কয়েকটা উদাহরণ আছে। এবং এজন্য আমরা চিন্তিত নই। যেই থাকুক, যত শক্তিশালী দলই হোক না কেন, মাঠে বোঝা যাবে কে কত শক্তিশালী। এটা খেলা দিয়েই বোঝা যাবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ডাবল সেঞ্চুরি না হলেও রেকর্ডবুকে মুশফিক
বৃষ্টির পর এলোমেলো বাংলাদেশের ৪৮৪ রানে দিন শেষ
অভিজ্ঞতার মূল্য কতখানি দিচ্ছেন মুশফিক? 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে