X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মুশফিকের মোহামেডান যাত্রা যেভাবে দেখছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪১

মুশফিকুর রহিমকে অধিনায়ক করে গত মৌসুমে আবাহনী দল গঠন করেছিল। তবে এক মৌসুম খেলেই মুশফিক চুক্তিবদ্ধ হয়েছেন মোহামেডানে। এই উইকেটকিপারের চলে যাওয়াকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন আবাহনীর কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস।

‘এটা তাদের ব্যাপার। মোহামেডানের প্রস্তাবটা যদি ভালো লাগে, তাহলে তারা সেখানে যেতে পারবে। সেই সুযোগটা তাদের আছে। দেখেন মুশফিককে কিন্তু আমরা চাই। কিন্তু আমাদের চেয়েও কেউ যদি তাকে ভালো প্রস্তাব দেয় তাহলে সে তো সেটা নিয়ে নেবে।।’- আজ (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমকে বলেছেন জামাল ইউনুস।

সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ আগে থেকেই ছিলেন মোহামেডানে। নতুন করে যুক্ত হয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। তামিম বাদে তারকা ক্রিকেটার সব মোহামেডানে। এমন অবস্থায় আবাহনী কী ভাবছে, আসন্ন মৌসুমে কেমন দল গড়ার পরিকল্পনা তাদের- এসব নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে বেশ কৌতূহল। যদিও তরুণ ক্রিকেটারদের ওপরই আবাহনী আস্থা রাখছে বলে জানিয়েছেন জালাল ইউনুস।

আবাহনীর দল গঠন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে বলে জানালেন তিনি, ‘যতদূর জানি, আবাহনীর দল করা আছে। আমি যেটুকু জেনেছি আর কী। আমরাও গুছিয়ে নিয়েছি, আমাদের যে সব খেলোয়াড় দরকার, আমরা তাদের রেখেছি।’

তরুণ ক্রিকেটারদের নিয়েই আবাহনী আসন্ন মৌসুমের দল গঠন করবে। সাম্প্রতিক সময়ে যে সব তরুণ ক্রিকেটার ফর্মে আছেন, তাদের ওপরই আস্থা রাখবে আবাহনী। জালাল ইউনুসের ভাষায়, ‘আমাদের এখানে তরুণ খেলোয়াড়ই বেশি থাকবে, যেটা আমি জানি। আমরা দল প্রায় গুছিয়ে নিয়েছি। যারা ক্রমাগত পারফরম্যান্সের ভেতর রয়েছে তাদেরই দলে নিয়েছি। যারা সবসময় লিগে ভালো রান করে, আমরা তাদের নিয়েই আল্লাহর রহমতে ভালো করবো।’

তরুণ দল নিয়েও চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী জালাল ইউনুস, ‘আমরা কিন্তু আগেও সেরা দল বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা সবসময় কাগজে-কলমে তিন নম্বর দল বানিয়েছি, এক নম্বর না। কিন্তু তারপরও কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এর একটা না, কয়েকটা উদাহরণ আছে। এবং এজন্য আমরা চিন্তিত নই। যেই থাকুক, যত শক্তিশালী দলই হোক না কেন, মাঠে বোঝা যাবে কে কত শক্তিশালী। এটা খেলা দিয়েই বোঝা যাবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বশেষ খবর
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত