X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘মধ্যযুগীয় বোরকা’ মন্তব্যে বিতর্কে ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৬

যুক্তরাজ্যের নতুন সংস্কৃতিমন্ত্রী নাদিন ডোরিসের বিরুদ্ধে ইসলামবিদ্বেষের অভিযোগ আনা হয়েছে। মুসলিম নারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি ও বোরকাকে মধ্যযুগীয় পোশাক হিসেবে তুলে ধরার পর তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছ।

গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে নতুন সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান ৬৪ বছর বয়সী নাদিন ডোরিস। জনসনের মতোই বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত তিনি।

সম্প্রতি স্কাই নিউজকে ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী বলেন, নারীরা কী পরবে তা পছন্দের অনুমতি দেওয়া উচিত। অনেক মুসলিম নারীর এই সুযোগ নেই। আমি যেমন বলেছি, মুসলিম নারীদের অনেকেই নিজের পছন্দে বিয়ে পর্যন্ত করতে পারে না।

নারীর যৌনাঙ্গ বিকৃতি (এফজিএম)-এর ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, তাদের অনেকেই নিজেদের যৌনাঙ্গ পর্যন্ত রাখার অনুমতি পায় না।

ইসলাম ও খ্রিস্টান ধর্মালম্বীদের এই প্রবণতা ছিল। কিন্তু এখন অল্প কয়েকটি সংখ্যালঘু সম্প্রদায় এই চর্চা করে।

আলিশা খালিক নামের এক টুইটার ব্যবহারকারীর চ্যালেঞ্জের পর ডোরিস বলেন, ব্রিটেনে মুসলিম নারীরা বোরকা পরে। তারা বিচ্ছিন্ন এবং নিপীড়িত। বোরকা একটি মধ্যযুগীয় পোশাক এবং এখন মুক্ত সমাজে এর স্থান নেই। কোনও প্রগতিশীল দেশের এটি মেনে নেওয়া উচিত না।

ব্রিটেনে প্রায় ৩০ লাখ মুসলিমের বসবাস। সাধারণভাবেই মনে করা হয়, খুব কম নারী পুরো শরীর ঢাকা বোরকা পরেন। যদিও বোরকা পরা নারীদের বিষয়ে সরকারি কোনও পরিসংখ্যান নেই। ইউরোপের কয়েকটি দেশে বোরকা নিষিদ্ধ। যুক্তরাজ্যে প্রায়ই বোরকা জাতীয় মনোযোগ আকর্ষণ করে। বিশেষ করে যখন কোনও রাজনীতিক বা জনপ্রিয় ব্যক্তি এই বিষয়ে মন্তব্য করেন।  

খালিক নামের সাংবাদিক জানান, ডোরিসের মন্তব্য সত্যিকার অর্থে হতাশাজনক হলেও অবাক হওয়ার মতো না। তার কথায়, আমাদের বরিস জনসন রয়েছেন যিনি ইসলামবিদ্বেষী মন্তব্য করেন। এখন ডোরিস আছেন সংস্কৃতিমন্ত্রী হিসেবে। আমরা ইসলামবিদ্বেষকে সরকারের শীর্ষ পর্যায় থেকে বৈধতা দিচ্ছি। ফলে এখন এটি স্বাভাবিকতায় পরিণত হয়েছে।

খালিক আরও বলেন, এটি বিপজ্জনক কারণ ডোরিস বোরকা নিষিদ্ধের কথা বলছেন। এটি সত্যিই উদ্বেগজনক যে, সরকারের একজন সিনিয়র ব্যক্তি নির্দেশ দিতে সংখ্যালঘু নারীদের পোশাক পছন্দের বিষয়ে।

/এএ/
সম্পর্কিত
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
গাজায় গণহত্যার বিরোধিতা: যুক্তরাজ্যে ৮৩ বছরের ধর্মযাজক গ্রেফতার
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে