X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঢাকার বাইরে ৩০ দিনের সফর!

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৯

একদম টানা ৩০ দিন ঢাকায় পাওয়া যাবে না অভিনেত্রী জাকিয়া বারী মমকে। আগামী অক্টোবরের মাঝামাঝি রাজধানী ছাড়বেন তিনি। ফিরবেন নভেম্বরের মাঝামাঝি। 

আর গন্তব্যটা হবে নৈসর্গিক- সিলেট বিভাগ।

তবে তার এই যাওয়ার কারণটা একেবারেরই কাজকেন্দ্রিক। দীর্ঘদিন পর তিনি ফিরছেন নায়িকারূপে, চলচ্চিত্রে। আর এই সময়টাতে মম অংশ নেবেন ‘জাগো’-খ্যাত নির্মাতা খিজির হায়াত খানের নতুন ছবি ‘ওরা ৭ জন’-এ। 

এটি রূপকভাবে তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধের ৭ জন বীরশ্রেষ্ঠকে নিয়ে। তাদের ভূমিকায় দেখা যাবে ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব ও খিজির হায়াত খান।

নায়িকার সঙ্গে নির্মাতা-অভিনেতা খিজির এখানে মেয়েদের মধ্যে প্রধান চরিত্রে থাকবেন মম। তার  নাম অপর্ণা সেন। তিনি মুক্তিযুদ্ধের সময় ভিন্নভাবে অবদান রাখেন।

খিজির হায়াত খান বলেন, ‘আগামী ২৭ সেপ্টেম্বর আমাদের ক্যামেরা ওপেন হবে। মম যোগ দেবেন অক্টোবরের মাঝামাঝি। সব মিলিয়ে টানা ৪৫ দিন শুট হবে। মম অংশ নেবেন প্রায় ৩০ দিন।’

জানা যায়, মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরে অর্থাৎ সিলেটের তামাবিল, লালখান ও দূর্গাপুরে এর দৃশ্যধারণ চলবে। 

‘দারুচিনি দ্বীপ’ ছবি দিয়ে সিনে পর্দায় অভিষেক হওয়া মমর আলোচিত ছবি ‘ছুঁয়ে দিলে মন’। সর্বশেষ তিনি ‘স্ফুলিঙ্গ’ ছবিতে অভিনয় করেন।

অন্যদিকে, টিভি নাটকের বাইরে মমকে সর্বশেষ দেখা গেছে ‘মহানগর’ ওয়েব সিরিজে। যেখানে তিনি পুলিশ কর্মকর্তার চরিত্র অভিনয় করেছেন। সিরিজটি বেশ প্রশংসিত হয়। ছবিটির প্রাথমিক পোস্টার

/এম/এমএম/
সম্পর্কিত
অ্যামাজন প্রাইমে ‘ওরা ৭ জন’
অ্যামাজন প্রাইমে ‘ওরা ৭ জন’
এই অভিজ্ঞতা আমার সঙ্গে সারা জীবন থাকবে: সাবিলা নূর
এই অভিজ্ঞতা আমার সঙ্গে সারা জীবন থাকবে: সাবিলা নূর
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!
বিরল নজির হয়ে প্রেক্ষাগৃহে ‘রেডিও’
এ সপ্তাহের ছবিবিরল নজির হয়ে প্রেক্ষাগৃহে ‘রেডিও’
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান