X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কোহলির ‘২০০’, আইপিএলে আর কারও নেই

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৭

রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন বিরাট কোহলি। এক কীর্তি লিখে নিজেই আবার নতুন কীর্তিতে মুছে দিচ্ছেন। আজ (সোমবার) যেমন আরেকটি কীর্তি গড়তে যাচ্ছেন র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু। দুবাইয়ের ম্যাচটিতে টস করতে নামলেই প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্লাবের হয়ে আইপিএলে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন কোহলি।

২০০৮ সালে আইপিএল ক্রিকেট বিশ্বে পরিচিতি হওয়ার শুরু থেকে কুড়ি ওভারের প্রতিযোগিতার সঙ্গে আছেন কোহলি। এবং সেটা বেঙ্গালুরুর খেলোয়াড় হিসেবে। এবার হচ্ছে ১৪তম আসর। অর্থাৎ ১৪টি বছর একই ফ্র্যাঞ্চাইজির ছায়াতলে কাটিয়ে দিচ্ছেন কোহলি। আর খেলতে খেলতে বেঙ্গালুরুর জার্সিতে ২০০তম ম্যাচে নামতে যাচ্ছেন তিনি। নির্দিষ্ট একটি দলের হয়ে আর কারও নেই এই কীর্তি।

আইপিএল ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক দলের হয়ে ২০০ ম্যাচ খেলতে যাওয়ার আগেই ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোহলি। এবারের আইপিএল শেষেই বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ছেন দিনকয়েক আগে জাতীয় দল ভারতেরও টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়া এই ব্যাটসম্যান।

বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়লেও ক্যারিয়ারের ইতি টানার আগপর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজিতেই খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা শুনিয়েছেন কোহলি। বেঙ্গালুরুর জার্সিতে এখন পর্যন্ত খেলা ১৯৯ ম্যাচের ১৯১ ইনিংসে ৩৭.৯৭ গড়ে ১৩০.৪১ স্ট্রাইক রেটে করেছেন ৬ হাজার ৭৬ রান। আছে ৫ সেঞ্চুরি ও ৪০ হাফসেঞ্চুরি। আর এই ভ্রমণে ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে খেলেছেন আইপিএল ফাইনাল।

এক দলের হয়ে ২০০ ম্যাচ খেলতে যাওয়া কোহলি থেকে অন্যদের দূরত্ব অনেকটা। চেন্নাই সুপার কিংসের হয়ে ১৮২ ম্যাচ খেলা মহেন্দ্র সিং ধোনি আছেন দ্বিতীয় স্থানে। ১৭২ ম্যাচ নিয়ে তৃতীয় স্থানে চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না। সব মিলিয়ে সর্বোচ্চ আইপিএলের ম্যাচ সংখ্যায় অবশ্য কোহলির অবস্থান পাঁচ নম্বরে। সবচেয়ে বেশি ২১২ ম্যাচ নিয়ে শীর্ষে ধোনি। এরপর রয়েছেন যথাক্রমে রোহিত শর্মা (২০৭), দিনেশ কার্তিক (২০৩) ও রায়না (২০১)।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী