X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ডিজিটাল নিরাপত্তা মামলায় জামিন পেলেন মেজর হাফিজ

বরিশাল প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ১৫:২১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৫:২১

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে জামিন দিয়েছেন বরিশালের সাইবার ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক জামিন মঞ্জুর করেন। ২০১৮ একাদশ সংসদ নির্বাচনের সময় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।

জামিন পেয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকার দেশকে লুটপাট করতে ক্ষমতায় এসেছে। এই লুটপাটের খবর যাতে চতুর্দিকে ছড়িয়ে পড়তে না পারে তাই সাংবাদিকদের হেনস্তা করতে সম্পদের হিসাব চাওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা যাতে ভয় পায়, তারা যেন সত্য তুলে আনার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয় এ জন্য দমন নীতি চালানো হচ্ছে। অথচ নিজেদের সম্পদের হিসাব এখনও তারা দেয়নি।’

এ সময় তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুলসহ অন্যান্যরা।

হাফিজ উদ্দিন আহমেদের আইনজীবী কাজী এনায়েত হোসেন বলেন, ‘রাষ্ট্র ও আসামিপক্ষের বক্তব্য শুনে এবং বয়সের বিবেচনায় বিচারক তার জামিনের আবেদন মঞ্জুর করেন।’

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর ভোলার লালমোহন থানার বদরপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফরিদুল হক বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে মামলাটি করেছিলেন। মামলার ২ নম্বর আসামি একই এলাকার বাবুল হাওলাদারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন মেজর হাফিজ। ওই ফোনালাপে সংসদ নির্বাচন ভণ্ডুলের বিষয়ে আলাপ করেছিলেন তারা। বিষয়টি পরে গণমাধ্যমে প্রচার হয়। ঘটনার প্রতিকার চেয়ে ফরিদুল হক মামলা দায়ের করেন।

/এফআর/
সম্পর্কিত
এবারের আবেদনেও জামিন পাননি জবির সহকারী প্রক্টর
সাংবাদিকের ওপর হামলা: ছাত্রলীগ নেতাসহ দুই জনের জামিন
ফের জামিন নামঞ্জুর ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীর
সর্বশেষ খবর
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে