X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

শরীয়তপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৩

টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার শরীয়তপুর প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

বুধবার (২২ সেপ্টেম্বর) বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন- শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে, সহ-সভাপতি শেখ খলিলুর রহমান, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শহিদুজ্জামজন খান, সহ-সভাপতি মাহবুবুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, ডিবিসির প্রতিনিধি বি এম ইস্রাফিল, যমুনা টিভি প্রতিনিধি কাজী মনির, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক মো. ছগির সিকদার, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি ও শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাজিব হোসেন রাজন, শরীয়তপুর মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক মোল্লা প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক রোকনুজ্জামান পারভেজের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।

পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান সেখানে আসেন। তিনিও কিছু সময় সাংবাদিকদের সঙ্গে কর্মসূচিতে অবস্থান করেন। পরে দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে সাংবাদিক নেতারা ওই কর্মসূচি মুলতবি করেন। 

তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

প্রসঙ্গত, সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রোকনুজ্জামান পারভেজ তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। হঠাৎ দোকানের সামনে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে নাজমুল মাদবর ও নাঈম মাদবরের নেতৃত্বে ২০/২৫ জন লোক এসে এক নারীকে রড, লাঠি দিয়ে মারধর করছিলেন। আত্নরক্ষার্থে  সাংবাদিক পারভেজের দোকানে ঢুকে পড়েন ওই নারী। তখন সন্ত্রাসীদের দোকান থেকে বের হতে বলেন তিনি। সন্ত্রাসীরা ‘ভিডিও করছস কেন’ বলে পারভেজকে কিল-ঘুষি মারে ও রড দিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত রোকনুজ্জামান পারভেজ নিজেই বাদী হয়ে নাজমুলকে প্রধান আসামি করে চার জনের নাম উল্লেখ করে ও আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

/এফআর/
সম্পর্কিত
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা