X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

মৌলিক অধিকারের দাবিতে সরব আফগান নারীরা

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭

তালেবান ফের ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানে অবদমিত হচ্ছে নারীরা। মন্ত্রিসভা থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে কোথাও তাদের অংশীদারিত্ব নেই। উপযুক্ত পরিবেশ তৈরি হওয়ার আগ পর্যন্ত নারীদের ঘরে থাকতে বলছেন তালেবান নেতারা। তবে নানা হুমকি সত্ত্বেও এগিয়ে আসছে অনেক আফগান নারী। নিজেদের অধিকারের পক্ষে আওয়াজ তুলতে দৃঢ়প্রতিজ্ঞ তারা।

তালেবানের প্রথম শাসনামলে নারীদের শিক্ষা ও কাজের অধিকার বঞ্চিত করা হয়েছিল। মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহারের পর গত মাসে তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল, নারী অধিকারকে শ্রদ্ধা জানানো হবে ইসলামি আইনের আওতায়।

গত ২০ বছরে কাবুলে যে শহরটি সবচেয়ে বেশি পরিবর্তনের সাক্ষী হয়েছে সেটি হচ্ছে রাজধানী কাবুল। অ্যাক্টিভিস্ট শাকাইক হাকিমি-র মতো সেখানকার কিছু তরুণী বলছেন, তালেবানের উত্থানের মুখে তারা দেশ ছাড়তে প্রস্তুত নন। কেননা আফগানিস্তান তাদেরও দেশ।

শাকাইক হাকিমি বলেন, ‘আমি লড়াই করতে চাই এবং তারা আমাদের কাছ থেকে যে অধিকার কেড়ে নিয়েছে তা ফিরে পেতে চাই। আমাদের অন্য দেশে যাওয়ার দরকার নেই। এটা আমাদের জন্মভূমি। যদি আমাদের বাধ্য না করা হয়, তাহলে আমরা কোথাও যাবো না।’

তালেবানের দাবি, নতুন পদ্ধতি চালু হলে ছাত্রীদের মাধ্যমিক স্কুলে ফেরা কিংবা নারীদের কর্মক্ষেত্রে ফেরার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু বাস্তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না বলেই প্রতীয়মান হচ্ছে।

২১ বছরের এনজিও কর্মী ফারখুন্দা জাহিদবাগ জানান, তালেবান যোদ্ধারা তার অফিসে প্রবেশ করে ম্যানেজমেন্টকে জানায় যে, নারী কর্মীদের চলে যেতে হবে। তিনি বলেন, ‘এরপর বস সিদ্ধান্ত নিয়েছিলেন যে, আমাদের বাকিদের অফিসে আসা উচিত নয়।’

ফারখুন্দা জাহিদবাগ বলেন, ‘নারীরা একটি পেশা চায়। কিন্তু তারা তাদের চাকরি চালিয়ে যেতে পারছে না। তালেবানরা তাদের কাজ করার স্বাধীনতা কেড়ে নিয়েছে।’ সূত্র: নিউজ ১৮।

/এমপি/
সম্পর্কিত
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেলো থাইল্যান্ড
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি