X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘অক্টোবরে রংপুরে থানা-ওয়ার্ড কমিটি গঠনে আ.লীগের বর্ধিত সভা’

লিয়াকত আলী বাদল, রংপুর
২৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:০০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:০০

অক্টোবরে রংপুর মহানগর আওয়ামী লীগের থানা এবং ওয়ার্ড কমিটি গঠনের জন্য বর্ধিত সভা করা হবে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। তিনি বলেন, ‘ওই সভাতেই কমিটি গঠনের তারিখ ঘোষণা হবে।’

একই কথা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান। তিনি বলেন, ‘এ মাসেই (নভেম্বর) বর্ধিত সভা করার কথা ছিল। পরে সেটা সামনের মাসের প্রথম দিকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জানা গেছে, দীর্ঘ আড়াই বছরেও রংপুর মহানগর আওয়ামী লীগের থানা কমিটি গঠিত হয়নি। এদিকে, ৩৩টি ওয়ার্ডের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হলেও এখনও সম্মেলন বা কাউন্সিল হয়নি। দেড় বছর পর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন। অথচ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম না থাকায় নির্বাচনের প্রস্তুতি নেই বলে অভিযোগ তৃণমূল নেতাকর্মীদের। ফলে নেতা কর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশা। এ কারণেই কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।  

মহানগর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এর আগে থানা কমিটি গঠনের জন্য মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হলেও সেই কার্যক্রম এখন পুরোপুরি বন্ধ। কমিটি না থাকায় দলের কোনও কর্মকাণ্ড নেই। ফলে দলীয় কার্যক্রমে সৃষ্টি হয়েছে চরম স্থবিরতা।

এ ব্যাপারে রংপুর মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও রংপুর মেট্রোপলিটান চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন বলেন, ‘মহানগরের সব ওয়ার্ড কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। একইভাবে থানা কমিটিও হচ্ছে না। দলকে নতুন করে ঢেলে সাজাতে এবং নতুন নেতৃত্বের জন্য সম্মেলন করা জরুরি হয়ে পড়েছে।’

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট দিলশাদ হোসেন মুকুল বলেন, ‘আমরা থানা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। থানা কমিটি গঠন এবং মেয়াদ শেষ হওয়া ওয়ার্ড কমিটি গঠন করা খুবই প্রয়োজন।’

/এমএএ/
সম্পর্কিত
ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অ্যাটর্নি জেনারেল
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে