X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

টিকটকারদের খপ্পরে পড়ে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৯

টিকটক চক্রের খপ্পরে পড়ে ঢাকা থেকে অপহৃত হওয়া অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ময়মনসিংহের গফরগাঁও থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ ঘটনায় অপহরণকারী চক্রের সদস্য রায়হানকে (২২) গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহের গফরগাঁও অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ অধিনায়ক মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গত ১২ সেপ্টেম্বর ঢাকার কাফরুলের বাসা থেকে অষ্টম শ্রেণির ওই ছাত্রী বের হলে টিকটক চক্রের সদস্যরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মোজাম্মেল হক বলেন, ‘অপহরণকারীরা একটি টিকটক গ্রুপের সদস্য। এই গ্রুপে সাত-আট জন সদস্য রয়েছে, যারা ঘন ঘন লাইভে এসে একে অপরের সঙ্গে বাক্যবিনিময় এবং তথ্য আদান-প্রদান করে। ওই গ্রুপের সদস্য গ্রেফতার রায়হান, পলাতক রবিন ও খোকন ঢাকার নর্দা এলাকার আজিজ সড়কে অবস্থান করছে। রায়হান একটি বেসরকারি কোম্পানির গাড়ি চালাতো। জিজ্ঞাসাবাদে সে জানায়, নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তান আছে।’

তিনি আরও জানান, অনুসন্ধানে জানা যায় খোকন অন্য একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে। রবিন নর্দায় একটি সেলুনে কাজ করে। এই টিকটক গ্রুপের আরও বেশ কয়েকজন সদস্যের নাম পাওয়া যায়। এই গ্রুপের দুই সদস্য মধ্যপ্রাচ্য প্রবাসী বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা স্কুলপড়ুয়া উঠতি বয়সী মেয়েদের প্রেমের প্রলোভন দেখিয়ে বিপথে পরিচালিত করতো। তারা অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির।

নিখোঁজ হওয়ার দিন অপহৃত ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়। রায়হান বিভিন্ন প্রলোভনে তাকে নর্দার আজিজ রোডের একটি বাসায় আটকে রাখে। পরে মেয়েটির পরিবার পুলিশের শরণাপন্ন হয়েছে জানতে পেরে কৌশলে তাকে ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঠিয়ে দেয় রায়হান।

রায়হানকে জিজ্ঞাসাবাদের পর পুলিশে সোপর্দ করা হবে বলে জানায় র‌্যাব।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
সারা দেশে গ্রেফতার আরও ১৫৪২
‘ভাইরাল আলভি’সহ গ্রেফতার ৪ জন কারাগারে
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে