X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নেপালে ব্যাটিংয়ে নেমে তামিমের ১ চার ১ ছক্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৬

নিজেকে ফিরে পেতে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নাম লিখিয়েছেন তামিম ইকবাল। বৃষ্টির কারণে প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ হয়নি বাংলাদেশি ওপেনারের। তৃতীয় ম্যাচে সুযোগ মিললেও সুবিধা করতে পারেননি। তার দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস জিতলেও তামিমের ব্যাট থেকে এসেছে ১২ রান।

আজ (বুধবার) ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে বিরাটনগর ওয়ারিয়র্সের বিপক্ষে। ম্যাচটিতে গ্ল্যাডিয়েটরস ৬ উইকেটে হারিয়েছে ওয়ারিয়র্সকে।

নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিং নেওয়া গ্ল্যাডিয়েটরস ১৭.৪ ওভারে ৮৯ রানে অলআউট করে ওয়ারিয়র্সকে। সর্বোচ্চ ২৫ রান আসে দিলশান মুনাবীরার ব্যাট থেকে।

গ্ল্যাডিয়েটরস বোলারদের মধ্যে ধাম্মিকা প্রসাদ ও আরিফ শেখ ৩টি করে উইকেট নিয়েছেন।

৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রদীপ আইরির সঙ্গে ২৭ রানের জুটি গড়েন তামিম। প্রদীপের বিদায়ের পর তিন নম্বরে নামা উপুল থারাঙ্গার সঙ্গেও ২৭ রানের জুটি গড়েন তামিম। অবশ্য দুই জুটিতে তামিমের পান মাত্র ১২। ১৩ বলে ১ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন তিনি। নবম ওভারের তৃতীয় বলে রমনারেশ গিরির শিকার বাঁহাতি ব্যাটসম্যান। সবচেয়ে বড় অবদান থারাঙ্গার। ৩৫ বলে ৪ চারে ৩৪ রানে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। তাতে ২৭ বল বাকি থাকতেই ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে তামিমরা।

তামিম প্রায় ১৬ মাস টি-টোয়েন্টি খেলেননি। সর্বশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলেছেন। সঙ্গে চোটে থাকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তবে বসে না থেকে ছন্দে ফিরতে নেপালের প্রিমিয়ার লিগেই পাখির চোখ করেছেন তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী