X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ১৯:৫৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৯:৫৭

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দ্বৈরথ নিয়ে আলোচনা ছিল। কিন্তু সাকিব ওমরা পালন করতে সৌদি আরবে থাকায় শেখ জামালের হয়ে মাঠে নামতে পারেননি। তামিম অবশ্য প্রাইম ব্যাংকের হয়ে ঠিকই মাঠে নেমেছিলেন। সাকিব না থাকলেও সমস্যা হয়নি শেখ জামালের। তামিমের দল প্রাইম ব্যাংককে ৭৩ রানে হারিয়েছে তারা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে সাইফ হাসানের সেঞ্চুরিতে শেখ জামাল ৬ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে। জবাবে প্রাইম ব্যাংকের তামিমই কেবল একা লড়াই করেছেন। যদিও চারবার জীবন পেয়েও তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আগের পাঁচ ইনিংসে চার ফিফটি করা তামিম এবারও থেমেছেন ফিফটিতে। শুরুতে জীবন পাওয়া সাইফকে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন। পঞ্চমবার আর ভুল করেননি নুরুল হাসান সোহান। তামিমের ব্যাট থেকে ৭০ বলে ৫টি চারের মারে আসে ৬৯ রান। 

তামিম ছাড়া আর কেউই প্রভাব ফেলতে পারেননি। মিঠুনের ব্যাট থেকে আসে ৪২ এবং জাকির হাসানের ব্যাট থেকে আসে ৩৩ রানের ইনিংস। সবমিলিয়ে প্রাইম ব্যাংক ৪৪.১ ওভারে ২১৯ রানে অলআউট হয়েছে।

শেখ জামালের বোলারদের মধ্যে টিপু সুলতান ৫৩ রানে চারটি উইকেট নিয়েছেন। এছাড়া সাইফ হাসান, রবিউল ইসলাম, তাইবুর রহমান প্রত্যেকে নিয়েছেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাটিং করে সাইফ হাসানের সেঞ্চুরিতে ২৯২ রান সংগ্রহ করে শেখ জামাল। ১২০ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলেছেন সাইফ। সৈকত আলী ৪৩, ফজলে মাহমুদ ৪২ এবং জিয়াউর রহমানের ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে হাসান মাহমুদ সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। রেজাউর রহমান রাজা ও রুবেল হোসেন নেন একটি করে উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সাকিব আমার কথা শুনলে এখন রাজপথে বিচরণ করতো: মেজর হাফিজ
নিজের বিভাগের উন্নতি না করে বোর্ডে আসার প্রয়োজন নেই: তামিম 
ঢাকা লিগে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ