X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ১৯:৫৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৯:৫৭

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দ্বৈরথ নিয়ে আলোচনা ছিল। কিন্তু সাকিব ওমরা পালন করতে সৌদি আরবে থাকায় শেখ জামালের হয়ে মাঠে নামতে পারেননি। তামিম অবশ্য প্রাইম ব্যাংকের হয়ে ঠিকই মাঠে নেমেছিলেন। সাকিব না থাকলেও সমস্যা হয়নি শেখ জামালের। তামিমের দল প্রাইম ব্যাংককে ৭৩ রানে হারিয়েছে তারা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে সাইফ হাসানের সেঞ্চুরিতে শেখ জামাল ৬ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে। জবাবে প্রাইম ব্যাংকের তামিমই কেবল একা লড়াই করেছেন। যদিও চারবার জীবন পেয়েও তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আগের পাঁচ ইনিংসে চার ফিফটি করা তামিম এবারও থেমেছেন ফিফটিতে। শুরুতে জীবন পাওয়া সাইফকে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন। পঞ্চমবার আর ভুল করেননি নুরুল হাসান সোহান। তামিমের ব্যাট থেকে ৭০ বলে ৫টি চারের মারে আসে ৬৯ রান। 

তামিম ছাড়া আর কেউই প্রভাব ফেলতে পারেননি। মিঠুনের ব্যাট থেকে আসে ৪২ এবং জাকির হাসানের ব্যাট থেকে আসে ৩৩ রানের ইনিংস। সবমিলিয়ে প্রাইম ব্যাংক ৪৪.১ ওভারে ২১৯ রানে অলআউট হয়েছে।

শেখ জামালের বোলারদের মধ্যে টিপু সুলতান ৫৩ রানে চারটি উইকেট নিয়েছেন। এছাড়া সাইফ হাসান, রবিউল ইসলাম, তাইবুর রহমান প্রত্যেকে নিয়েছেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাটিং করে সাইফ হাসানের সেঞ্চুরিতে ২৯২ রান সংগ্রহ করে শেখ জামাল। ১২০ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলেছেন সাইফ। সৈকত আলী ৪৩, ফজলে মাহমুদ ৪২ এবং জিয়াউর রহমানের ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে হাসান মাহমুদ সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। রেজাউর রহমান রাজা ও রুবেল হোসেন নেন একটি করে উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সাকিব কীভাবে একটি ‘বাজে’ দলে যোগ দিলেন, প্রশ্ন প্রেস সচিবের
যদি নিরাপত্তা নিশ্চিত করা হয়, দেশে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত: সাকিব 
বুধবার থেকে শুরু হচ্ছে সুপার লিগ
সর্বশেষ খবর
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
আ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
এনসিপির বিক্ষোভআ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
সর্বাধিক পঠিত
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
শাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের
ছয় মাসে ১৪২৪ মোবাইল জব্দশাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের